শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাপ্রতিবার ভোরবেলায় কেন আগুন লাগে: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর প্রশ্ন

প্রতিবার ভোরবেলায় কেন আগুন লাগে: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর প্রশ্ন

কাগজ প্রতিবেদক: মিজানুর রহমান ও মোহাম্মদ শাহাবুদ্দিন দুই ভাই মিলে ব্যবসা করতেন রাজধানীর গুলশানের পুড়ে যাওয়া ডিএনসিসি (ঢাকা উত্তর সিটি করপোরেশন) মার্কেটে। দুই ভাইয়ের উপার্জনের একমাত্র সম্বল ছিলো চকলেটের দোকান। দেনার টাকা দিয়ে এ দোকান সাজিয়েছিল তারা।
শনিবার (৩০ মার্চ) ভোরে ডিএনসিসি মার্কেটে লাগা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাদের উপার্জনের এ সম্বল।
মেহেরান এন্টারপ্রাইজের (দোকান নম্বর ১০১) মালিক মো. সাবউদ্দিন কান্নাভেজা কন্ঠে বলেন, সকালে আমি দোকান খুলতাম। আমার তো সব শেষ হয়ে গেছে। চকলেটের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দেনা করে দুই ভাই মিলে দোকান দিয়েছিলাম। এখন আমাদের কী হবে? আমরা তো পথে বসে গেলাম। আমার দোকানটা মালে (চকলেট) ভরা ছিল। আমাদের আর কিছু রইলো না।
ছোট ভাই মিজানুর রহমান বলেন, আমার সব শেষ। আমার দোকানে ২০ লাখ টাকার চকলেট ছিল। সব পুড়ে ছাই। আর ২ লাখ টাকা নগদ ছিল। প্রতিবার একই সময় কীভাবে আগুন লাগে? আমি দোকানে রাতে ২টা ৫০ মিনিট পর্যন্ত ছিলাম। তখনও আগুন লাগেনি। এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারিতে ও সকালে মার্কটে আগুন লাগে। প্রতিবার ভোরবেলায় কেন আগুন লাগে?
ভোর ৫টা ৪৮ মিনিটে আগুন লাগে গুলশান ১ নম্বরের এ মার্কেটে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments