শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে ৪শ কেজি জাটকাসহ দুই বিক্রেতা আটক

রায়পুরে ৪শ কেজি জাটকাসহ দুই বিক্রেতা আটক

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রায়পুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে চলছে অবাধে জাটকা নিধনের মহোৎসব। উপজেলার বিভিন্ন হাট-বাজারগুলোতে দেদারছে বিক্রি হচ্ছে জাটকা ইলিশ। অবাধে জাটকা নিধন চললেও মৎস্য বিভাগ, প্রশাসনের ও কোস্টগার্ডের তেমন ভূমিকা না থাকায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। রবিবার ভোরে চরবংশি ইউনিয়নের মেঘনা নদীর পাড় সুইচ গেইট বাজার থেকে ৪শ কেজি জাটকাসহ দুই বিক্রেতাকে আটক করেছে রায়পুর থানা পুলিশ। মাছ বিক্রেতারা হলেন, উত্তর চরবংশি ইউনিয়নের খাসেরহাট এলাকার জহির ব্যাপারীর ছেলে আবুল কালাম (২১) ও সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে তাজল ইসলাম (২৫)। উল্লেখ্য-মার্চ-এপ্রিল এ দু’মাস চাঁদপুরের ষাটনল থেকে রায়পুরসহ লক্ষ্মীপুরের আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার মেঘনা নদীতে অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এ সময় নদীতে জাটকাসহ সব ধরনের মাছ ধরার প্রতি সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। সরকারী নিষেধাজ্ঞার কোনো তোয়াক্কা না করে জেলেরা জাটকাসহ বিভিন্ন জাতের মাছ শিকার করে চলছেন অবাধে। এদিকে বিভিন্ন এনজিও’র কিস্তি এবং মহাজনের দাদন পরিশোধের জন্য জেলেরা কারেন্ট জাল নিয়ে নদীতে মাছ ধরতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন তারা। উপজেলার পুরান বেড়ি, খাসের হাট বাজার, চরলক্ষী, পানির ঘাট, প্রধানিয়া ঘাট, জালিয়ার চর, চর আবাবিল, চরভৈরবী, কাটাখালসহ বিভিন্ন এলাকায় অবাধে জাটকা ইলিশ বিক্রি করতে দেখা গেছে। রাতের অন্ধকারে পিকআপ ভ্যানে করে প্রশাসনকে ম্যানেজ করে বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে জাটকা ইলিশ। একটি অসাধু চক্র জাটকা ইলিশ নিধন ও পাচারে সক্রিয় রয়েছে বলে জানা গেছে। প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বলেও অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায় বলেন, এক নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা সংরক্ষণ মৌসুম এবং মার্চ-এপ্রিল অভয়াশ্রম এলাকায় জাটকা শিকার, পরিবহন, সংরক্ষণ এবং কেনা বেচা নিষিদ্ধ। ইতিমধ্যে উপজেলার প্রতিটি মৎস্য ঘাটে জাটকা নিধন রোধে প্রচার প্রচারণা, মাইকিং এবং ভ্রাম্যমাণ আদালত দিয়ে অভিযান চালানো হচ্ছে। তাছাড়া অভিযনের সময় জেলেদের পুনর্বাসনেরও ব্যবস্থা করেছে সরকার। জাটকা নিধন রোধে অভিযান অব্যাহত থাকবে। আটক ইলিশের জাটকাগুলো এতিমখানা বিতরন করা হয়েছে এবং দুই মাছ বিক্রেতাকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments