শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাকেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবারো স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরুষ্কারে ভুষিত

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবারো স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরুষ্কারে ভুষিত

জি.এম.মিন্টু: স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখায় যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবারো সারাদেশের শীর্ষ পাঁচের মধ্যে ৮৪.৫৯ শতাংশ নাম্বার পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরুষ্কার- ২০১৮ অর্জন করায় সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজনে কেশবপুরের কর্মরত সাংবাদিকদের সাথে এক অবিহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ আবু শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডাঃ দিলীপ রায় । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেশবপুর নিউজক্লাবের সভাপতি এ,এইচ,এম কামরুজ্জামান হোসেন, প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খাঁন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.আর সাঈদ ও কেশবপুর ফর্টো জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ কবির হোসেন।

উল্লেখ্য,০৭ এপ্রিল ঢাকার খামারবাড়ীতে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশেন কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে প্রধান অতিথি গনপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপির নিকট হতে এই পুরুষ্কার গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ আবু শাহিন। গত বছরও এই প্রতিষ্ঠানটি স্বাস্থ্য সেবায় দ্বিতীয় ও বেসিক জরুরী প্রসূতি সেবায় খুলনা বিভাগের প্রথম হয়ে জাতীয় পুরুষ্কার অর্জন করে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments