শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাঅসময়ে চৈত্রের ঝড়ে দূর্ভোগে কুমিল্লার চান্দিনা মাধাইয়া-রহিমানগর

অসময়ে চৈত্রের ঝড়ে দূর্ভোগে কুমিল্লার চান্দিনা মাধাইয়া-রহিমানগর

মো. ওসমান গনি: গত ৪ এপ্রিল থেকে শুরু হওয়া কয়েক দিনের ঝড় বৃষ্টিতে ভেসে গেছে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া-রহিমানগর সড়কের অধিকাংশ জায়গা। বেশির ভাগ অংশ গর্ত ভাঙ্গাচোরা তারমধ্য সড়কটি বেশি বেহাল মাধাইয়া বাসট্যান্ড থেকে দক্ষিণ পাশে। বৃষ্টির পূর্ব থেকেই এসব জায়গা ছিল বেশ গর্ত আর বৃষ্টি জমে তা সৃষ্টি হয়েছে বেশি বড় কোন ড্রেনের আকারে , বৃষ্টি হলে পানি ঝমে থাকে, খানা খন্দে ভরপুর। সাধারণ মানুষ থেকে পেশাজীবি কিংম্বা ছাত্রছাত্রীর পর্যন্ত যাতায়াতে সবাইকে পোহাতে হয় দুর্ভোগ। তাদের অভিযোগ আশেপাশে মার্কেট মালিকদের গাফিলতির কারনে এই করুন দৃশ্যের দেখা মিলেছে। সড়ক থেকে মার্কেট অনেক উচু করে নির্মাণ কয়েকটি জায়গায় নেই ড্রেনেজ ব্যবস্থা। যার কারনে পানি সড়তে পারে না। তাই সড়ক হয়ে উঠে জলাশয় নামক মরনফাঁদ। সাধারণ জনগণ তার কবল থেকে মুক্তি চায়। তবে এমন দূর্ভোগের শেষ কোথায় সত্যিই সাধারন জনগন কেন কারো কাছে তার উত্তর জানা আছে কি না কে জানে । আর সবার মুখে কথা একটাই কবে হয়ে উঠবে এই সড়ক একটি নিরাপদ ও ঝুকিহীন সড়ক।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments