বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলারংপুরে নিরাপদ খাদ্য নিশ্চিত করণে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা

রংপুরে নিরাপদ খাদ্য নিশ্চিত করণে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা

জয়নাল আবেদীন: নিরাপদ খাদ্য নিশ্চিত করণে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালায় বক্তারা বলেছেন মানবদেহে নিরাপদ খাদ্য প্রবেশের আগে প্রাণীদেহে নিরাপদ খাদ্য প্রবেশ করাতে হবে ।বিশেষ করে হাঁস মুরগী ছাগল গরু । বিভিন্ন বাজারে দেখা যায় নানাজাতের ইনজেকশন পুষ করে মুরগি বড় করে নির্ধারিত সময়ের আগেই তা বাজারজাত করা হয়ে থাকে ।যা স্বাস্ধ্য সম্মত নয় । নিয়মিত বাজার মনিটরিং করার জন্য ক্যাব এবং প্রাণি সম্পদ কর্মকর্তাদের প্রতি জোর দেয়া হয় ।বুধবার রংপুর প্রাণি সম্পদ কার্যালয় মিলনায়তনে অনুষ্টিত হয় কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত এবং জেলা প্রাণি সম্পদ দপ্তরের সহযোগিতায় সাংববাদিকদের নিয়ে কর্মশালা ।এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো: শাহ জালাল খন্দকার। ক্যাব রংপুর জেলা কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মো: সরোয়ার হোসেন ক্যাব রংপুর জেলা কমিটির সম্পাদক আহসানুল হক তুহিন , রংপুর পোল্ট্রি মালিক সমিতির সভাপতি আকবর হোসেন এবং মাঠ সমন্বয়কারী ইকবাল হোসেন । কর্মশালায় জেলা বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশ নেয় ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments