শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলারাজাপুরে ব্যাপক হারে ডায়রিয়ার প্রকোপ

রাজাপুরে ব্যাপক হারে ডায়রিয়ার প্রকোপ

রেজাউল ইসলাম পলাশ: ঝালকাঠির রাজাপুরে প্রচণ্ড তাপদাহ আর ভ্যাপসা গরমে হঠাৎ করেই বেড়ে গেছে রোটা ভাইরাস জনিত ডায়রিয়ার প্রকোপ। সরেজমিনে রোববার হাসপাতাল সূত্রে জানা গেছে, বৈরি আবহাওয়া ও প্রখর রোদ, ধুলোবালির পাশাপাশি, অপরিষ্কার, অপরিচ্ছন্নতা, ভ্যাপসা গরমের কারণে রোটা নামক ভাইরাসের প্রাদুর্ভাব বেশি ঘটে। গত এক সপ্তাহ থেকে এ পর্যন্ত প্রায় তিনশত লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে শতকরা ৮০% ভাগ শিশু। সোমবার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ প্রায় দুইশত রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে বলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ মাহবুবুর রহমান জানান। এসব রোগীকে সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। অপর দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আইভি স্যালাইনের সংকট রয়েছে। রোগী প্রতি একটির বেশি স্যালাইন সরবরাহ করতে পারছেনা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। রাজাপুর ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার একদিনে ভর্তি হওয়া ডায়রিয়া রোগী সংখ্যা ছিলো ৭৬ জন। এদের মধ্যে ৫৭ জনই শিশু। রোগীদের স্বজন আবু তালেব, মিজানুর রহমান, হাবিব, রিনা বেগম, আয়শা ও রিজিয়া বেগম জানান, বাহিরের দোকান থেকে অধিক মূল্যে স্যালাইন সংগ্রহ করে রোগীদের চিকিৎসা করাতে হচ্ছে। এতে আমরা গরীবরা চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুর রহমান জানান, অধিক গরম ও দূষিত পানি পান করার কারনে এ ডায়রিয়া দেখা দিয়েছে। সিভিয়ার ডিহাইড্রেশনের সংখ্যা প্রায় ৪০ শতাংশ। পানির সমস্যাটাই মূল সমস্যা। তাপমাত্রা কমলে অল্পদিনের মধ্যেই ডায়রিয়া নিয়ন্ত্রনে আসবে। স্যালাইন সংকটের ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, জেলা সিভিল সার্জন অফিস থেকে আমরা স্যালাইনের সরবরাহ কম পাচ্ছি বলে একটির বেশি স্যালাইন রোগীকে দেয়া সম্ভব হচ্ছেনা। উপজেলার ২০টি কমউনিটি ক্লিনিকেও ডায়রিয়া রোগীরা ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন বলে জানাগেছে। অপর দিকে গ্রামাঞ্চলে পানির স্তর নিচে নেমে যাওয়ায় মানুষের খাওয়ার জন্য বিশুদ্ধ পানির সংকট থেকে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যায় ব্যাপক হারে। বছরের এ সময়টা আবহাওয়ার তারতম্যের কারণে রোটা ভাইরাসের জন্য সহায়ক হিসেবে কাজ করে। যা অস্বাস্থ্যকর খাবার ও দুষিত পানির মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে এ রোগের সৃষ্টি করে। ডায়রিয়ায় আক্রান্ত এক শিশুর ছাবিনার মা বলেন, ‘পানির মতো পাতলা পায়খানা শুরু হয়। এ ছাড়া পেট প্রচুর ফাঁপা ছিল। তিন দিন ধরে এখানে আছি। আজকে টেস্ট করা হবে। খাওয়ার পরেই বমি করে ফেলে, এ জন্য ডাক্তার বলেছে, পাঁচ মিনিট পর পর খাবার স্যালাইন খাওয়াতে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ডায়রিয়ায় কারো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments