শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলারংপুরে শিশু বান্ধব নগর গড়তে শিশু কিশোরদের প্রত্যাশা সংলাপ

রংপুরে শিশু বান্ধব নগর গড়তে শিশু কিশোরদের প্রত্যাশা সংলাপ

জয়নাল আবেদীন: আজকের শিশু আগামি দিনের সু নাগরিক । তাই জাতির ভবিষ্যত শিশুদের সুরক্ষা, জীবন মান উন্নয়ন এবং শিশু বান্ধব পরিবেশ, নিরাপত্তা, যানজট , শব্দ, বাযুদুষন মুক্ত, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া , সংস্কৃতি ও বিনোদন বান্ধব নগর গড়ার বিকল্প নেই। সোমবার দুপুরে রংপুর বেগম রোকেয়া মিলনায়তনে শিশু বান্ধব রংপুর নগর গড়ে তুলতে শিশু কিশোর কিশোরীদের প্রত্যাশা বিষয়ক এক সংলাপে শিশু কিশোর ও শিশু বিশেষজ্ঞরা এসব কথা বলেন। রংপুর সিটি কর্পোরেশন ও ইউনিসেফের আয়োজনে এই সংলাপে প্রধান অতিথি সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান শিশু বান্ধব নগর গড়তে শিশু কিশোরদের প্রত্যাশার প্রতিফলনে সকল কর্ম প্রচেষ্টা গ্রহন করবেন বলে আশ্বাস দেন। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন আজাদের সভাপতিত্বে সভায় ইউনিসেফের বিভাগীয় প্রধান নাজিবুল্লাহ হামিম, আরপিএমপির অতিরিক্ত উপ কমিশনার শহীদুল্লাহ কায়সার ও সিটি কর্পোরেশনের তত্তাবধায়ক প্রকৌশলীসহ শিক্ষার্থীরা মতামত প্রদান করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments