শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাসলঙ্গায় ইরি ধান কাটা শুরু, হাসি নেই কৃষকের মুখে

সলঙ্গায় ইরি ধান কাটা শুরু, হাসি নেই কৃষকের মুখে

সাহেদ আলী: সলঙ্গায় ইরি-বোরো ধান কাটা শুরু হলেও হাসি নেই কৃষকের মুখে। বেশী শ্রম মুল্য, উৎপাদনে খরচ বেশী, বাজার দর কম সব মিলিয়ে খাজনার চেয়ে বাজনাই বেশী বলে ধানকাটা-মাড়াই মৌসুমে কৃষকের মুখে তেমন হাসির ঝলক নেই। এবারে ইরি-বোরো আবাদে আবহাওয়া অনুকুলে থাকলেও ধান কাটার পূর্ব মুহুর্তে এসে সলঙ্গার পশ্চিম এলাকার কৃষকদের প্রায় ক্ষেতে ধানের পাতা পোড়া, শীষ পোড়া, ব্লাস্ট রোগ আক্রমন করায় কৃষকদের মাথায় বাজ পড়েছে। বর্তমানে প্রতিমন ধান ৬৫০- ৭০০ টাকায় বিক্রি করে কৃষকদের উৎপাদন খরচ আর শ্রম মুল্যই হচ্ছে না বলে জানিয়েছেন অনেক কৃষক। বওলাতলা গ্রামের কৃষক শাহালী বলেন, ঘূর্ণিঝড় ফনির প্রভাবে হালকা ঝড়ো হাওয়া ও গুড়িগুড়ি বৃষ্টির কারনে ধানের অনেক ক্ষতি হয়েছে। নিম্নাঞ্চলের ধান মাটিতে পড়ে গেছে। তার উপর আবার শ্রমিক সংকটের কারনে ধান কাটা ব্যহত হচ্ছে। গত দু,দিনের বৈরী আবহাওয়ার কারনে অনেক জমির ধান পানির মধ্যে কাটছে এমন চিত্রও দেখা গেছে। বিঘা প্রতি ধান কাটতে শ্রমিকেরা ৩০০০-৩৫০০ টাকা নিচ্ছে। আবার দিন হিসেবে প্রতি শ্রমিকের মুল্য ৫০০-৭০০ টাকা হাঁকছে। সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা জানিয়েছেন, আশা করছি এবারে ধানের বাম্পার ফলন হয়েছে। তবে শ্রমিক সংকটের কারনে কৃষকদের ঘরে ধান তুলতে হয়ত বেগ পেতে হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments