শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাবাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে লাল কার্ড

বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে লাল কার্ড

আব্দুল লতিফ তালুকদার: বাল্য বয়সে বিবাহ নয়, যৌতুক চাইলে সম্ভব নয়, মাদক মুক্ত যেন সমাজ হয়-এই শ্লোগান কে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুকের বিরুদ্ধে লাল কার্ড দেখালেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলামসহ ৪ শতাধিক স্কুল পড়ুয়া শিক্ষার্থী। রবিবার (০৫ মে) সকাল ১০ টায় উপজেলার বাগবাড়ী উচ্চ বিদ্যালয়ের স্কুল প্রাঙ্গণে আয়োজিত সামাজিক সেবামূলক ‘‘প্রতিভা ছাত্র সংগঠন’’ এর উদ্যোগে বাল্য বিবাহ ও মাদক বিরোধী সচেতনতা সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ লাল কার্ড প্রদর্শন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম, বাগবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সাইদুল ইসলাম, প্রতিভা ছাত্র সংগঠনের সভাপতি মো. জহিরুল ইসলাম প্রমুখসহ প্রতিভা সংগঠনের সদস্যবৃন্দ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। লাল কার্ড প্রদর্শনের পূর্বে শিক্ষার্থীদের নিয়ে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে জনসচেনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তব্য রাখেন ওসি মো. রাশিদুল ইসলাম।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments