বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাবিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে রংপুর নগরীতে মানববন্ধন, র‌্যলী ও সমাবেশ অনুষ্টিত

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে রংপুর নগরীতে মানববন্ধন, র‌্যলী ও সমাবেশ অনুষ্টিত

জয়নাল আবেদীন: বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে রংপুর নগরীতে মানববন্ধন, র‌্যলী ও সমাবেশ অনুষ্টিত হয়। রংপুর মা ও শিশু হাসপাতাল এর আয়োজনে টাউনহল চত্বর থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন রংপুর মা ও শিশু হাসপাতাল এর সভাপতি অধ্যাপক ডাঃ এম এ ওয়াহেদ, রংপুর প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগি অধ্যাপক ডাঃ ফেরদৌস রহমান। বক্তারা বলেন রংপুর বিভাগের বৃহত্তর দিনাপুর জেলায় এই রোগীর সংখ্যা সবচাইতে বেশি। রংপুর মেডিকেল হাসপাতালে প্রতিদিন এই রোগের চিকিৎসা নিতে আসে গড়ে ৪ থেকে ৫ জন। সচেতন হলেই এই রোগ প্রতিরোধ সম্ভব বলে জানান চিকিৎসকগণ । তারা আরো বলেন বাংলাদেশের জনসংখ্যার ৭ ভাগ মানুষ থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। এর মধ্যে ৪০ লাখ শিশু রয়েছে। বছরে প্রায় ১০ থেকে ১২ হাজার শিশু এই রোগ নিয়ে জন্ম নিচ্ছে। এই রোগের কোন চিকিৎসা নেই। থ্যালাসেমিয়া রোগিকে রক্ত দেয়া ছাড়া কোন উপায় নাই। তাই বিয়ের আগেই স্বামী স্ত্রী দুজনের রক্ত পরিক্ষা করে দেখা উচিত। যদি দুজনের রক্তেই থ্যালাসেমিয়ার জীবানু থাকে তাহলে বিয়ে না করাই ভালো। এই বিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে আমাদের ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments