মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাঢাকাগামী নতুন ট্রেন ‘পঞ্চগড় এক্সপ্রেস’ এর যাত্রা বিরতির দাবিতে জয়পুরহাট রেলষ্টেশনে অবস্থান...

ঢাকাগামী নতুন ট্রেন ‘পঞ্চগড় এক্সপ্রেস’ এর যাত্রা বিরতির দাবিতে জয়পুরহাট রেলষ্টেশনে অবস্থান ও ট্রেন অবরোধ

এস এম শফিকুল ইসলাম: আজ থেকে চালু হওয়া ঢাকাগামী বিরতিহীন নতুন পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন জয়পুরহাটে যাত্রাবিরতির দাবিতে অবস্থান ও অবরোধ কর্মসূচী পালন করেছে ‘সংগ্রামী জয়পুরহাট’ ও ‘জয়পুরহাট নাগরিক সমাজ’ নামের দুটি অরাজনৈতিক সংগঠন। পৃথকভাবে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত জয়পুরহাট রেলওয়ে ষ্টেশনে এ কর্মসূচী পালন করা হয়। ‘সংগ্রামী জয়পুরহাট’ নামের সংগঠনের নেতৃবৃন্দ সকাল সাড়ে ১০টা থেকে অবস্থান নেয় রেলষ্টেশনে। পরে ১১টায় জয়পুরহাট রেলষ্টেশনে দাঁড়ানো খুলনাগামী আন্ত:নগর রূপসা এক্সপ্রেস ট্রেন নির্ধারিত সময়ের অতিরিক্ত দশ মিনিট অবরোধ করা হয়। এ সময় বক্তব্য রাখেন কর্মসূচীর আহবায়ক জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জয়পুরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি হাকিম মন্ডল, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক তিতাস মোস্তফা, জেলা মটর শ্রমিক নেতা রফিকুল ইসলাম, কলেজ শিক্ষক সংগঠনের প্রভাষক রুহুল আমীন, বিএনপি নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান, রেড ক্রিসেন্টের গোলাম হক্কানী, জয়পুরহাট প্রেসক্লাব সভাপতি মোস্তাকিম ফাররোখ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মোশারফ হোসেন নান্নু, আওয়ামীলীগ নেতা জহুরুল ইসলাম প্রমূখ। বক্তাগণ আজ বিকেল থেকে পঞ্চগড় থেকে যাত্রা শুরু করা ঢাকাগামী বিরতিহীন পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন জয়পুরহাটে যাত্রা বিরতি দেওয়ার দাবি জানান। তারা বলেন,‘ব্যবসা,শিক্ষা সহ নানা দিক থেকে জয়পুরহাট গুরুত্বপূর্ণ একটি জেলা। এ জেলার পাশেই রয়েছে গুরুত্বপূর্ণ ব্যবসায়ী কেন্দ্র হিলিস্থল বন্দর। এ ছাড়া খাদ্যে উদ্বৃত্ত জয়পুরহাট জেলা শিক্ষার দিক থেকেও অনেক অগ্রগামী। সবকিছু বিবেচনায় নিয়ে জয়পুরহাটবাসীর প্রাণের দাবি মেনে নেওয়ার আহবান জানানো হয়। অন্যথায় বৃহত্তর কর্মসূচী পালনের ঘোষণা দেওয়া হয়। অন্যদিকে বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট নাগরিক সমাজের ব্যানারে রেলষ্টেশনের উত্তর পাশে একই দাবিতে পালন করা অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন আনোয়ারুল হক বাবলু, দেওয়ান বদিউজ্জামান, আব্দুর রশিদ ও মামুনুর রশিদ সহ বাম সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জয়পুরহাট একটি গুরুত্বপূর্ণ জেলা শহর। এখানে ঢাকাগামী তিনটি ট্রেন চলাচল করলেও আসন সংখ্যা সীমিত থাকায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি যাত্রাবিরতির দাবী জানান। এছাড়াও গত কিছু দিন আগে থেকে রেল স্টেশন, জেলার জিরো পয়েন্টে ট্রেনটি যাত্রাবিরতি দাবিতে সভা সমাবেশ, মানবন্ধন, ট্রেন অবরোধ সহ নানা কর্মসূচি পালন করে আসছে জয়পুরহাট বাসী। প্রসঙ্গত: আজ (২৫ মে) থেকে বেলা সোয়া ১২টায় পঞ্চগড় থেকে ঢাকাগামী নতুন ট্রেন ‘পঞ্চগড় এক্সপ্রেস’ বিরতিহীনভাবে চলাচল করবে। যেখানে সিডিউল অনুযায়ী জয়পুরহাট ষ্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি রাখা হয়নি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments