শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় ৭ দিনেও উদ্ধার হয়নি উধাও হওয়া ব্যবসায়ীর ট্রাক বোঝাই পাট

সাঁথিয়ায় ৭ দিনেও উদ্ধার হয়নি উধাও হওয়া ব্যবসায়ীর ট্রাক বোঝাই পাট

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়ার আব্দুস সালাম নামে এক পাট ব্যবসায়ীর ৩০০ মণ পাট নিয়ে ভাঙ্গুড়া শরৎনগর থেকে উধাও হওয়া ট্রাকটির উদ্ধার করতে পারেনি ভাঙ্গুড়া থানা পুলিশ। এ দিকে উধাও হওয়া পাটসহ ট্রাকটির সন্ধান না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন ওই ব্যবসায়ী। এরই মধ্যে ওই ট্রাকের ড্রাইভারের ব্যবহৃত ফোনের মালিককে খুঁজে পাওয়া গেলেও উদ্ধার হয়নি পাট। যার বাজার মুল্য প্রায় ৭লক্ষ টাকা। এ ব্যাপারে ভাঙ্গুড়া থানায় সাধারণ ডাইরি করেছেন ভুক্তভোগী পাট ব্যবসায়ী। যার নং-৭৮৪, তাং ২১-৫-১৯ইং। এ বিষয়ে ভাঙ্গুড়া থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, আমরা এরই মধ্যে ড্রাইভারের ব্যবহৃত মোবাইল নং এর মালিককে খুঁজে পেয়েছি। তার দেয়া তথ্য মতে খোঁজাখুঁজি অব্যহত রয়েছে। তারাও (ব্যবসায়ীরাও) খুঁজছে। এ দিকে সন্দেহ এলাকা কুষ্টিয়া ওসিকে সার্বিক সহযোগীতা দেয়ার জন্য বলা হয়েছে।। গত ২০মে পাবনার সাঁথিয়া উপজেলার পাট ব্যবসায়ী আব্দুস সালাম ভাঙ্গুড়া শরৎনগর থেকে পাট খরিদ করে তার পরিচিত সাঁথিয়া বোয়াইলমারী গ্রামের মৃত হাছেন আলীর ছেলে আঃ বাতেনের মাধ্যমে ট্রাক ভাড়া করেন রাজশাহী রহমান জুটমিলে পাট পৌঁছানোর উদ্দেশ্যে। পরে শরৎনগর এলাকার লোকজন ওই ট্রাকে পাট লোড দেন এবং ওই ট্রাকটি ভাঙ্গুড়া ছেড়ে গেলে পরে আর তাকে খুঁজে পাওয়া যায় নাই। অপরদিকে ট্রাক দালাল হাসেন আলী ভাড়া করা ট্রাকের ড্রাইভারের যে ঠিকানা ও রেজিস্ট্রেশন নম্বর ওই ব্যবসায়ীকেদেয় তা ছিল সব ভুয়া ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments