শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় ভিজিএফ এর চাউল যারা পাচ্ছেন তারাই খুশি, প্রশাসনের রয়েছে কঠোর তদারকি...

উল্লাপাড়ায় ভিজিএফ এর চাউল যারা পাচ্ছেন তারাই খুশি, প্রশাসনের রয়েছে কঠোর তদারকি ও নজরদারী

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঈদ সামনে সরকারের দেয়া বিনামূল্যে ভিজিএফ চাউল ইউনিয়ন পরিষদ গুলো থেকে বিতরণ করা হচ্ছে। ইউনিয়নের বিভিন্ন গ্রামের দুঃস্থ ও অসহায় তালিকাভুক্ত ব্যক্তিরা ১৫ কেজি করে এ চাউল পাচ্ছেন। এ চাউল যারা পাচ্ছেন তারা খুশি হয়ে বাড়ি ফিরছেন। এদিকে উপজেলা প্রশাসন থেকে ভিজিএফ চাউল বিতরণ কার্যক্রমের পিছনে কঠোর তদারকি ও নজরদারী রাখা হয়েছে বলে জানানো হয়। আজ বুধবার উপজেলার সলপ, উল্লাপাড়া, পঞ্চক্রোশী ও বাঙ্গালা ইউনিয়ন চারটিতে মোট ৮ হাজার ৮শ ৪৪ জন কার্ডধারীর মাঝে চাউল বিতরণ করা হয় বলে জানা যায়। বাঙ্গালা ইউনিয়নে ২ হাজার, উল্লাপাড়া সদর ইউনিয়ন ১৫শ ৩৬, পঞ্চক্রোশী ইউনিয়নে ২৭শ কার্ডধারীর মাঝে ১৫ কেজি করে চাউল বিতরণ করা হয়। সলপ ইউনিয়নে ২ হাজার ৬শ ৮ জনের মাঝে এ চাউল বিতরণ করা হয়। সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান জানান, তার ইউনিয়নে মোট কার্ডধারীর মধ্যে প্রায় ৭৫ ভাগই নারী। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামান জানান, ঈদ সামনে সরকারের নির্দেশনা মোতাবেক উপজেলার ১৪টি ইউনিয়নের ৩১ হাজার ৬শ ৫০ জন দুঃস্থ অসহায়দেরকে এ খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে তালিকা তৈরি করে তা ইউনিয়ন পরিষদ থেকেই বিতরণ করা হচ্ছে। ইউনিয়ন পর্যায়ে নিয়োগকৃত ট্যাগ অফিসারগণ সরেজমিনে উপস্থিত থেকে এ চাউল বিতরণ করছেন। কোন অনিয়ম যেন না হয় এর জন্য উপজেলা প্রশাসন থেকে কঠোর নজরদারী রাখা হয়েছে বলে জানানো হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments