বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeশিক্ষাইবির আইন বিভাগের সভাপতি হলেন ড. নুরুন নাহার

ইবির আইন বিভাগের সভাপতি হলেন ড. নুরুন নাহার

কাগজ প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের নতুন সভাপতি হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন বিভাগের অধ্যাপক ড. নুরুন নাহার। বিদায়ী সভাপতি অধ্যাপক ড. জহুরুল ইসলামের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার জৈষ্ঠতার ভিত্তিতে তিনি এ পদে নিযুক্ত হলেন।

বিভাগ সূত্রে জানা যায়, গত ২৭ মে সভাপতি হিসেবে অধ্যাপক ড. জহুরুল ইসলামের মেয়াদ শেষ হলে আগামী তিন বছরের জন্য ড. নুরুন নাহার নতুন সভাপতি হিসেবে দ্বায়িত্ব দেওয়া হয়।
ড. নুরুন নাহার ২০০০ সালের আগস্ট মাসে আইন বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। পরে ২০০৩ সালে সহকারী অধ্যাপক, ২০০৮ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৩ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। অধ্যাপনাকালে তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম কোন নারী ডিন, ইবি শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের হাউজ টিউটর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব সাথে পালন করেছেন।

সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহনের পর অনুভূতি ব্যক্ত করে ড. নুরুন নাহার বলেন, “বিভাগের সভাপতির দ্বায়িত্ব একটি বিরাট দ্বায়িত্ব। আমার প্রথম কাজ হবে সেশনজট মুক্ত বিভাগ উপহার দেওয়া। দ্বিতীয়ত, আমি বিভাগের সকল শিক্ষক- শিক্ষার্থীকে সাথে নিয়ে এক বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিভাগকে এগিয়ে নিতে চাই। এ লক্ষ্যে সবার সহযোগীতা ও আন্তরিকতা একান্ত কাম্য।”

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments