শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলারংপুরে ডাকাতির প্রস্তুতিকালে শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমন সহ ৪জন গ্রেফতার

রংপুরে ডাকাতির প্রস্তুতিকালে শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমন সহ ৪জন গ্রেফতার

জয়নাল আবেদীন: রংপুরে ডাকাতির প্রস্তুতিকালে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমনসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব । তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি, স্যুটার গান, রিভালবার ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকেলে র‌্যাবের রংপুর বিভাগীয় সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক। তিনি বলেন, বৃহস্পতিবার ভোর রাতে রংপুর মহানগরীর তাজহাট এলাকায় ঈদকে সামনে রেখে মেরিল সুমনসহ তার সহযোগীরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। গোয়েন্দা তথ্যের র‌্যাব-১৩ এর একটি বিশেষ দল সেখানে অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী মেরিল সুমনসহ তার তিন ঘনিষ্ঠ সহযোগী আকিব হোসেন অনু, আখেরুজ্জামান আপেল ও রিফাত হোসেনকে গ্রেফতার করে। এ সময় সেখান থেকে একটি বিদেশি পিস্তল, বিদেশি রিভালবার, চাইনিজ কুড়াল, দু’টি পিস্তলের ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অধিনায়ক বলেন, ‘গ্রেফতার হওয়া সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবত রংপুর মহানগরসহ আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ ও জমি দখলের মত অপরাধের সাথে সম্পৃক্ত। তারা ভুট্টা ও আলুর মৌসুমে ব্যবসায়ীদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে ও অপহরণ করে চাঁদাবাজি করত। চারজনের মধ্যে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমন অস্ত্র, ডাকাতি, ছিনতাই, অপহরণ ও চাঁদাবাজিসহ ১৫টির অধিক মামলার আসামি।সংবাদ সম্মেলনে মোজাম্মেল হক বলেন, ‘আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে পুরো রংপুর বিভাগের আট জেলাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি জেলার রেলস্টেশন, বাস স্টেশন, বিপণী বিতান, মহাসড়কে ছিনতাই, চাঁদাবাজি, টিকেট কালোবাজারি, মলম ও অজ্ঞান পার্টিসহ প্রতারক চক্রের ব্যাপারে নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক মেজর আরেফিন, কোম্পানি কমান্ডার মোতাহার হোসেন, মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মোর্ত্তুজাসহ র‌্যাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments