মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় ১শ ২২টি ভাতা বই ও এতিমখানার চেক বিতরণ

উল্লাপাড়ায় ১শ ২২টি ভাতা বই ও এতিমখানার চেক বিতরণ

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শনিবার সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় সদর (উল্লাপাড়া) ইউনিয়নের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি মিলে ১শ ২২টি ভাতা পরিশোধ বই বিতরণ করা হয়েছে। এ ছাড়া ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত এতিমখানার চেক বিতরণ কর হয়। সকাল সাড়ে এগারটায় উপজেলা পরিষদ হলরুমে জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে এ বই ও চেক বিতরণ করেন। উপজেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগে আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামান। এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, মডেল থানা অফিসার ইনচার্জ দেওয়ান কউশিক আহম্মেদ, ভাইচ চেয়াম্যান মনিরুজ্জামান পান্না প্রমুখ। সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোতালিব অনুষ্ঠানটি সঞ্চালন করেন। এ অনুষ্ঠনে ৬৪টি বয়স্ক ভাতা বই, ২৬টি বিধবা ভাতা ও ৩২টি প্রতিবন্ধি ভাতা বই বিতরণ করা হয় বলে জানানো হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments