শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাকেন্দুয়ায় কুকুরের কামড়ে আহত ২০

কেন্দুয়ায় কুকুরের কামড়ে আহত ২০

হুমায়ুন কবির: নেত্রকোণার কেন্দুয়ায় পাগলা কুকুরের কামড়ে পৌর সদরের আইথর, ভাটিকোনা, সলফ, কমলপুর ও সাউদপাড়া গ্রামের নারী-শিশুসহ অন্তত ২০জন আহত হয়েছেন। শনিবার সকাল ১০টায় আইথর গ্রামের লোকজন পাগলা কুকুরটিকে আটক করে পিটিয়ে হত্যা করেন। আহতরা স্থানীয় ফার্মেন্সী ও উপজেলা স্বাস্থ্য কমপে­কো্র চিকিৎসা নেন। কেন্দুয়া বাজারের ঔষধ ব্যবসায়ী আব্দুল ওয়াহাব জানান, শুক্রবার বিকাল ও শনিবার (৮ জুন) সকাল পর্যন্ত আহত ১১জন আমার এখানে এসে জলাতংক রোগের প্রতিষেধক ইনজেকশন নিয়ে গেছেন। তারা হলেন, কমলপুর গ্রামের জুবেদা আক্তার (৪০), ভাটিকোনার তোফাজ্জল হোসেন (৩৫), রাকাতুল (৮), হৃদয় (১৫), স্বপন (২৫), কেন্দুয়া বাজারের সুপর্না রানী (৬), কমলপুর গ্রামের জুয়েল মিয়া (৪০), সাউদপাড়ার মাহমুদুল হাসান, কমলপুর গ্রামের সোনিয়া (১০), আইথর গ্রামের নেপাল (৩৫)। এছাড়াও অনেকেই অন্যত্র চিকিৎসা নেন। আহত নেপাল জানান, শনিবার সকালে বাড়ীর সামনে বসা অবস্থায় একটি পাগলা কুকুর এসে মুখে কামড়ে ধরে। এ অবস্থায় কুকুরটিকে ধরে ফেলি। পরে লোকজন এসে কুকুরটিকে পিটিয়ে হত্যা করে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments