শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় কচুরী পানার উপর দিয়ে চলাচল, দূর্ঘটনার ঝুকি

উল্লাপাড়ায় কচুরী পানার উপর দিয়ে চলাচল, দূর্ঘটনার ঝুকি

সাহারুল হক সাচ্চু: নদীতে পানি। নেই কোন সড়ক পথ। এরপরও লোকজন পায়ে হেটে চলাচল করছে। দল বেধে ঘুরে বেড়াচ্ছে। এমন অবস্থা সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়হর ফুলঝোড় নদীতে। দূর্ঘটনার ঝুকি থাকলেও অতি আগ্রহীরা কোন নিষেধ না মেনে হাটা চলা করছে। উল্লাপাড়ার বড়হর এলাকায় ডেফলবাড়ী থেকে বড়হর খেওয়া ঘাট অবধি বিশাল এলাকা জুড়ে গত সপ্তাহ তিনেক হলো কচুরী পানা এসে জমে আছে। উজান থেকে কচুরী পানার দাম এসে এখানে আটকে আছে। জানাগেছে আজ শুক্রবার সকালের দিকে এলাকার দুই কিশোর কৌতুহল বসত প্রথমে এ কচুরীপানা দামের উপর দিয়ে হাটাচলা করে। এদে দেখাদেখি এলাকার অনেকেই এর উপর দিয়ে হেটে নদীপারাপার ও ঘোরাঘুরি করতে থাকে। বেলা বাড়ার সাথেই এদের সংখ্যাও বাড়তে থাকে। বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী নারী ও পুরুষেরাও দল বেধে দেখতে আসে। এদের প্রায় সবাই এ দামের উপর দিয়ে হাটা চলা করে। বেসরকারি ব্যাংক চাকুরীরত স্থানীয় মোঃ আবুল হোসেন জানান এভাবে হাটা চলায় দুর্ঘটনার ঝুকি রয়েছে। একবার কেউ কচুরীপানার দাম ভেদ করে পানিতে পরলে তার মৃত্যু ঘটার সম্ভাবনা রয়েছে। তিনি গতকাল শুক্রবার দিনের মধ্যে দুবার ঘটনাস্থানে গিয়ে এর উপর উঠে হাটা চলা না করতে উপস্থিতদের বারবার সতর্ক করে দিলেও কেউ তা মানছেন না। তিনি আরও জানান তার উপস্থিতিতেই মাঝ বয়সী এক লোক দাম ভেদ করে পানিতে পরে যাওয়াকালে তাকে উদ্ধার করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments