মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলালক্ষ্মীপুরে লায়ন গিয়াস উদ্দিন ফাউন্ডেশনের যাকাত অর্থে অটো-রিক্সা বিতরণ

লক্ষ্মীপুরে লায়ন গিয়াস উদ্দিন ফাউন্ডেশনের যাকাত অর্থে অটো-রিক্সা বিতরণ

মো: রবিউল ইসলাম: সমাজে অসহায়, গরীব বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে লক্ষ্মীপুরে ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছে লায়ন মু. গিয়াস উদ্দিন ফাউন্ডেশন। যাকাতের ৭ লাখ ৭০ হাজার টাকা ব্যায়ে ১০ টি ব্যাটারী চালিত অটো রিক্সা বিতরণের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন বিসিএস কনফিডেন্স’র ব্যবস্থাপনা পরিচালক ও ফাউন্ডেশনের ট্রাস্টের প্রতিষ্ঠাতা বেলাল আহমেদ রাজু। ৯ জনু রবিবার বিতরণকৃত রিক্সাগুলো শহরের আনাচে-কানাচে ছড়িয়ে পড়ে। এর আগে ৬ জুন বৃহস্পতিবার সকালে সদর উপজেলার টুমচর গ্রামে লায়ন মু. গিয়াস উদ্দিন ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে যাকাত ফান্ড থেকে এসব রিক্সা বিতরন করা হয়। বিতরণকৃত রিক্সার প্রতিদিনের নির্ধারিত জমাকৃত অর্থ দিয়ে পরবর্তীতে অন্যান্যদের সহায়তা দেওয়া হবে। বিসিএস কনফিডেন্স ও ফাউন্ডেশনের চেয়ারম্যান আয়েশা বেগমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নুরুল আমিন লোলা, সদর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ইসমাইল হোসেন মেম্বার, স্থানীয় ইউপি সদস্য মো: জামাল উদ্দিন, সমাজসেবক আব্দুল্লাহ মামুন, মো: আব্দুল আজিজ, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: আনোয়ার হোসেন প্রমুখ। বিসিএস কনফিডেন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও ফাউন্ডেশনের সভাপতি বেলাল আহমেদ রাজু বলেন, ইসলামের পঞ্চম বুনিয়াদের মধ্যে যাকাত অন্যতম। বৃত্তবানদের সম্পদের যাকাত দেয়া ফরয। পবিত্র কুরআনে নামাজের পাশাপাশি যাকাত প্রদানের জন্য বারবার তাগিদ দেওয়া হয়েছে। যাকাত মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে, দুঃস্থ ও নিঃস্ব নারী-পুরুষকে সমাজে পুনর্বাসন করে এবং ধনী ও দরিদ্রদের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করে। তিনি বলেন, ফাউন্ডেশনের যাকাত ফান্ড থেকে সমাজের গরীব যুবকদের বেকার সমস্যা দূরীকরণে ও দারিদ্রমুক্ত সমাজ গঠনে লক্ষ্যে রিক্সা বিতরণ করা হয়েছে। এতে তাদের কাছ থেকে নির্ধারিত হারে একটা অংশ আদায় করা হবে। আদায়কৃত অর্থ দিয়ে যারা এখনো সহায়তা পায়নি তাদের সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments