শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাবাউফল রাজাপুরের ৬টি গ্রামের রাস্তাঘাটের বেহাল অবস্থা, চরমদুর্ভোগ

বাউফল রাজাপুরের ৬টি গ্রামের রাস্তাঘাটের বেহাল অবস্থা, চরমদুর্ভোগ

কাজী মামুন: বর্তমান সরকারের আমলে সারা দেশের ন্যায় পটুয়াখালী জেলার নানান প্রান্তে ধরে বাউফলের প্রত্যেকটি গ্রামেও ব্যাপক উন্নয়নের ছোঁয়া লেগেছে, অথচ উপজেলার কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামের (৯ নং ওয়ার্ডের দলিল উদ্দিন মাস্টার বাড়ি – পশ্চিম রাজাপুর গোসাই কবিরাজ বাড়ি পর্যন্ত – ১.৫ কিঃমিঃ) সড়কের ভিন্ন চিত্র।এ রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় পশ্চিম রাজাপুর সরকারি উদয়ন প্রাথমিক বিদ্যালয়, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়, রাজাপুর ছালেহিয়া দাখিল মাদ্রাসা এবং উত্তর মধ্য রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতশত ছাত্র-ছাত্রীসহ হাজারো মানুষকে।পূর্বে- ইন্দ্রুকুল, পাঙ্গাশিয়া, সিটকা- পশ্চিমে জাকেরাবাদ, আনারকলি, পাতিলা পাড়ায় স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহ অসংখ্য পথচারীরা প্রতিনিয়ত যাতায়াত করে ।শুষ্ক মৌসুমে ধুলোর কারণে যাতায়াতকারীদের সমস্যা হয় বটে,তবে বর্ষা মৌসুমে কাদার কারণে এ সমস্যা অত্যন্ত প্রকট হয়ে পড়ে। তখন ছাত্র-ছাত্রীসহ হাজার হাজার মানুষকে, বিশেষ করে শিশু ও বৃদ্ধদেরকে অসহনীয় দুর্ভোগের শিকার হতে হয়। এ রাস্তাটি পাকা করা হলে দুর্ভোগ পোহানো অসংখ্য মানুষের খুব উপকার হয় এবং কৃষকদের উৎপাদিত বিভিন্ন দ্রব্যাদি বাজারজাত করণ সহজলভ্য হবে বিধায় জনস্বার্থে এই রাস্তাটি পাকা করন অতীব গুরুত্বপূর্ন হয়ে পড়েছে।এমন পরিস্থিতিতে দেখভালো নিয়জিত কর্তাব্যক্ততি,স্থানীয় সরকারের দৃৃৃষ্টি আকর্ষন করেছন ঐ সকল এলাকার সাধারন জনগণ। উপরিউক্ত রাস্তা পাকা করার মাধ্যমে অত্র এলাকার অগণিত মানুষের সীমাহীন দুর্ভোগ লাঘব করে রাস্তাসুুমহ দ্রুত রাস্তাটি পাকাট কাজ শুরু করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments