শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলানেত্রকোনায় কনে পক্ষের হামলায় বর পক্ষের আহত ১০, বিয়ে পণ্ড

নেত্রকোনায় কনে পক্ষের হামলায় বর পক্ষের আহত ১০, বিয়ে পণ্ড

হুমায়ুন কবির: বিয়ে বাড়ির ধুমধাম, হৈ-হুল্লোর, সাজগোজ , খাবার-দাবার সবই চলছে কনের বাড়িতে। বিকাল ৪ টায় বরযাত্রী নিয়ে বর এসে পৌছেঁছেন বিয়ে বাড়ি। সবকিছুই চলছিল ঠিকঠাক ক্ষানিক অপেক্ষা করতে হয়েছিল বরপক্ষের। কিন্তু এরই মধ্যে বিধিবাম! বরপক্ষের প্রতি যথাযথ সম্মান করা হচ্ছে না দাবি করে কনে পক্ষের প্রতি বরপেক্ষের অভিযোগের প্রেক্ষিতে তর্ক বিতর্ক হয় এরই জের ধরে কনে পক্ষের হামলায় বরপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে বরযাত্রী লিঠন মিয়া, খেলন মিয়া, রুবেল মিয়া, সোহাগ মিয়া ও সোহেল মিয়া কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং বরের ভগ্নিপতিসহ বাকিরা স্থানিয় ভাবে চিকিৎসা নিয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৪ জুন) নেত্রকোনা কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বেজগাতি গ্রামে। পরে রাত ২টা পর্যন্ত মীমাংসার লক্ষ্যে সালিশ হলেও শেষ পর্যন্ত সমঝোতা না হওয়ায় বিয়ে ভেঙ্গে দেন কনে পক্ষ। বর ও কনে পক্ষসহ বিভিন্ন মাধ্যমে জানা গেছে, বেজগাতি গ্রামের অকুল মিয়ার কন্যা বিশা আক্তারের সঙ্গে একই উপজেলার মোজাফরপুর ইউনিয়নের চারিতলা গ্রামের মৃত আব্দুল হাফিজের ছেলে মালয়শিয়া প্রবাসী রমজান মিয়ার বিয়ের আয়োজন করা হয়। নির্ধারিত সময় অনুযায়ি বর রমজান মিয়া ৭০/৮০ জন বরযাত্রী নিয়ে কনে বাড়িতে আসেন এসময় কনে পক্ষের লোকজন দাওয়াতি মেহমানদের খাওয়াতে ব্যস্থ থাকেন। ফলে বরপক্ষের প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা করা হয়নি বলে বরের ভগ্নিপতি ইনচান মিয়া কনে পক্ষের প্রতি অভিযোগ করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বর পক্ষের উপর হামলা করা হয়। এতে ১০/১২ জন লোক আহত হন। এ ব্যাপারে কনেন চাচা বকুল তালুকদার জানান, আমরা তাদের কে বিনয়ের সাথে বসতে বললেও বরপক্ষের লোকজন উত্তেজিত হয়ে অপ্রীতিকর আচরণ করে। যে কারণে রাত ২টা পর্যন্ত সালিশ হলেও আমরা বিয়ে দেব না বলে ভেঙ্গে দিই। বরপক্ষের বরাত দিয়ে পুতুল মিয়া জানান, রাত ২টায় বিয়ে ভেঙ্গে গেলে বর রমজান মিয়া পালড়া গ্রামে ভগ্নিপতি ইনচান মিয়ার বাড়িতে এসে অবস্থান করছেন। যেখান থেকেই হোক বিয়ে করেই বউ নিয়ে বাড়িতে আসবেন বলে বর রমজান মিয়া জানিয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কায়সার জানান, গভীর রাত পর্যন্ত সমঝোতার চেষ্টা করেছি। শেষ পর্যন্ত বিয়ে ভেঙ্গেই যায়। ঐ বিয়ে ভেঙ্গে গেলে বরপক্ষ একই গ্রামের অপর এক মেয়েকে বাল্য বিয়ের প্রস্থাব দিয়েছেন। বাল্য বিয়ে যাতে না হয় আমরা সে চেষ্টাই করবো।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments