শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় ইউজিপিপি’র সাড়ে ১৩ লাখ টাকা ফেরত যাচ্ছে সরকারি কোষাগারে

উল্লাপাড়ায় ইউজিপিপি’র সাড়ে ১৩ লাখ টাকা ফেরত যাচ্ছে সরকারি কোষাগারে

সাহারুল হক সাচ্চু: উল্লাপাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইউজিপিপি) দ্বিতীয় পর্যায়ে ৪০ দিনের প্রকল্পে সরকারি বরাদ্দের ১৩ লাখ ৫৪ হাজার ৪শ টাকা এখন সরকারি কোষাগারেই ফেরত দেয়া হচ্ছে বলে জানা যায়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, চলতি ২০১৮-১৯ অর্থ বছরে কর্মসৃজন কর্মসূচিতে ১৪টি ইউনিয়নের মোট ৪৭টি প্রকল্পে কাজে অনুপস্থিত ৬ হাজার ৭শ ৭২ (কর্মদিবস) জন শ্রমিকের মজুরীর এ পরিমান টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত হয়েছে। মোট ৪৭টি প্রকল্পে ৩ হাজার ৯শ জন শ্রমিকের ৪০ দিনের কর্মদিবসে তাদের মজুরী খাতে ৩ কোটি ১৬ লাখ ৫৬ হাজার টাকা বরাদ্দ হয় বলে জানা যায়। প্রতিজন শ্রমিকের দিনের মজুরী ২শ টাকা ও কর্মদিবস ৪০ দিন। স্থানীয় উপজেলা প্রশাসন থেকে মাঠ পর্যায়ে প্রকল্প গুলোর কাজ চলাকালীন সময়ে সরেজমিনে পরিদর্শন করা হয়। মোট ৪৭টি প্রকল্পের মধ্যে ৩২টি প্রকল্পে উল্লেখিত জন শ্রমিক কাজে অনুপস্থিত থাকায় তাদের মজুরীর টাকা কেটে রাখা হয়। এ টাকা চলতি সপ্তাহেই সরকারি কোষাগারে জমা দেয়া হবে বলে জানানো হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments