বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় সড়ক পথের মধ্যে বিদ্যুতের খুটি ও টানা তার, যান চলাচলে দুর্ভোগ

উল্লাপাড়ায় সড়ক পথের মধ্যে বিদ্যুতের খুটি ও টানা তার, যান চলাচলে দুর্ভোগ

সাহারুল হক সাচ্চু: উল্লাপাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের একটি সড়ক পথের মাঝে বিদ্যুতের খুটি ও এর টানা তার এখন দূর্ভোগের কারণ হয়ে দেখা দিয়েছে। এ সড়ক পথে চলাচলে প্রায়ই ঘটছে দূর্ঘটনা। এছাড়া তিন চাকা কিংবার চার চাকার কোন বাহন চলতে পারছে না। উল্লাপাড়া পৌরসভার উদ্যোগে কাওয়াক-শ্যামলীপাড়া মেয়র নজরুল মৈত্রী সড়ক পথটি নির্মান করা হয়েছে। এটি একটি নতুন সড়ক পথ। এ সড়কের শ্যামলীপাড়ার মুখেই একেবারে সড়কের মাঝে বিদ্যুতের খুটির টানা তার পড়েছে। এছাড়া খুটিটিও সড়কের অংশের মধ্যে রয়েছে। এ সড়ক নির্মান কালে পৌরসভা থেকে বিদ্যুতের খুটি ও টানা তারটি সরিয়ে নিতে স্থানীয় পল্লীবিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষকে জানানো হয়। দীর্ঘদিনেও না সরানোয় অবশেষে খুটি ও টানা তার সড়ক পথে এভাবে রেখেই সড়কটি নির্মান করা হয়েছে। এ সড়ক পথে রাতের বেলায় পায়ে হেটে চলতেই টানা তারের কারণে প্রায় দূর্ঘটনা ঘটছে বলে জানা যায়। এছাড়া রিক্সা কিংবা চার চাকার কোন বাহন চলতে পারছে না। উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম. নজরুল ইসলাম জানান, কাওয়াক ও শ্যামলীপাড়া হয়ে শহরের সহজ ও কম সময়ে যোগাযোগের সড়কটি নির্মান করা হয়েছে। এ সড়ক নির্মানের আরেকটি উদ্দেশ্যে হলো পৌর শহরের জয়দেব সড়কের যানজট কমানো। এ সড়কটি নির্মান কালে বিদ্যুতের খুটি ও টানা তারটি সরিয়ে নেয়ার বিষয়ে স্থানীয় পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষকে পৌরসভা থেকে একাধিকবার জানানো হয়। অজ্ঞাত কারণে তারা এটি দীর্ঘদিনেও সরায়নি। খুটি ও টানা তারটি সরানোর বিষয়ে পৌরসভা থেকে আবারও অবহিত করা হবে। স্থানীয় পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম সন্দ্বীপ কুমার রায় গণমাধ্যমের কাছে বলেন, বিষয়টি তাদের জানা আছে। সেখানে সরেজমিনে গিয়ে তা দেখা হয়েছে। বিদ্যুতের খুটি ও টানা তারটি সরিয়ে অন্য কোথায় বসানো জায়গা না পাওয়ায় দেরী হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments