শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাদল থেকে সুযোগ সন্ধানীদের বহিস্কারের দাবীতে মানববন্ধন রংপুর জেলা যুবলীগের

দল থেকে সুযোগ সন্ধানীদের বহিস্কারের দাবীতে মানববন্ধন রংপুর জেলা যুবলীগের

জয়নাল আবেদীন: মুল দল আওয়ামীলীগ সহ বিভিন্ন অংগসংঠনে অনুপ্রবেশকারী দল থেকে বহিস্কারের দাবীতে বুধবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে রংপুর জেলা ও মহানগর যুবলীগের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক মামুনুর রশীদ মামুন, লক্ষিণ চন্দ্র দাস, রংপুর মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম, ইসমাইল হোসেন সাজু, আহবায়ক কমিটির সদস্য মাসুদ রানা বিপ্লব, মীর শরিফুল জামান শিপন, মাসুদুল হাসান লেভিন, জামাল মন্ডল, পাভেজ আহামেদ, শাহীন বেগ, মাসুদ রানা, সোহেল রানা, শেখ স্বপন, এস এম চন্দন প্রমুখ। বক্তারা বলেন, যুবলীগের আহবায়ক কমিটিকে পুজি করে দলের ভিতরে ঘাপটি মেরে থাকা কিছু সুবিদাবাদী বিএনপি ও জামায়াত শিবিরের চিহিৃত সন্ত্রাসীদের দিয়ে রংপুর মহানগরের ৩৩ টি ওয়ার্ডে কমিটি গঠন করেছে। যাদের দিয়ে কমিটি গঠন কারা হয়েছে তাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন মামলা রয়েছে। এদের মধ্যে রংপুরের আলোচিত কলেজ ছাত্রী রুমানা আফরোজ তন্দ্রা হত্যায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী মানিককে ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাভাপতি করা হয়েছে। একাধিক মাদক মামলার আসামী আব্দুস সালামকে ২১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক করা হয়েছে বলে বক্তারা জানান। বক্তারা অভিযোগ করে বলেন, রংপুর মহানগর যুবলীগের সভাপতি হওয়ার জন্য একজন বিতর্কিত ব্যক্তি নিজের স্বার্থ হাসিলের জন্য, বিএনপি, জামায়াত শিবিরের নেতাকর্মীসহ হত্যা, ছিনতাই ও মাদক মামলার আসামীদের দিয়ে কমিটি গঠনসহ কাউন্সিলর করা হয়েছে। অবিলম্বে কমিটি ও কাউন্সিলর ভোটার) বাতিল করার জন্য কেন্দ্রের প্রতি আহবান জানান। বক্তারা বিতর্কিত ব্যক্তিদের দল থেকে বহিস্কার করে সাবেক ছাত্রলীগ নেতাদের দিয়ে কমিটি গঠন করার জন্য কেন্দ্রের প্রতি আহবান জানান। তা না হলে আন্দোলনের ঘোষনা দেন তারা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments