বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাপাবনায় পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পাবনায় পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কামাল সিদ্দিকী: ‘বায়ু দূষন প্রতিপাদ্য ও ভয়াবহ পানি ও বায়ু দূষন রোধে দ্রুত কার্যকর চাই’ শ্লোগান নিয়ে পরিবেশ দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার বেলা ১১টায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে ও এ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট (এলআরডি)’র সহযোগীতায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাঁচতে চাই‘র নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টুর সভাপতিত্বে সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাব সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ, বিশিষ্ট রবীন্দ্র গবেষক, একাধিক গ্রন্থের লেখক, কলামিষ্ট ও সাংবাদিক হাবিবুর রহমান স্বপন, সেলিম নাজির উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নারী নেত্রী হাসিনা আক্তার রোজি, বেসরকারী উন্নয়ন সংস্থা সূচনার নির্বাহী পরিচালক পূর্নিমা ইসলাম। বক্তারা বলেন, ‘মানব জীবনের সাথে পরিবেশের সম্পর্ক অবিচ্ছেদ্য। সারাবিশ্বে বর্ধিত জনসংখ্যার চাপ, দ্রুত নগরায়ণ, মাটি, পানি ও বায়ু দূষণের কারণে পরিবেশ আজ ভারসাম্য হারাতে বসেছে। বায়ুমন্ডলে গ্রিনহাউসের প্রভাব, গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। যা জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে। পরিবেশের ভারসাম্য নিশ্চিত করা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে । যত্রতত্র অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ, ইটভাটা, শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ার ফলে বায়ুদূষণের হার ক্রমেই বেড়ে চলেছে। এতে অসংখ্য মানুষ বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ছে। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, পাবনায় অফিস ছিলো না। নুতন স্থাপন হয়েছে। ১২ জনের স্থলে আমিসহ জনবল ২ জন। ইতোমধ্যে আমি কাজও শুরু করেছি। পরিবেশ রক্ষায় এবং দূষন রোধে সকল মহলের সহযোগীতা কামনা করছি। সাংবাদিক কামাল সিদ্দিকী’র সঞ্চালনায় অন্যান্য‘র মধ্যে বক্তব্য রাখেন, আসিয়াবের আব্দুস সামাদ, বাংলাদেশ টুডে’র আব্দুল হামিদ খান, ডেইলী ষ্টারের স্টাফ রিপোর্টার আহমেদ হুমায়ুন কবির তপু, লেখক ও কবি মমতাজ কলি, শিক্ষাথী আবির ও বর্ষা প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments