শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাপটুয়াখালীতে ক্ষতিপূরণের নামে কোটি টাকার অবৈধ বাণিজ্য, নিরব কতৃপক্ষ

পটুয়াখালীতে ক্ষতিপূরণের নামে কোটি টাকার অবৈধ বাণিজ্য, নিরব কতৃপক্ষ

কাজী মামুন: পটুয়াখালীর লেবুখালীতে একটি রেইনট্রি গাছের মূল্য ছয় লক্ষ নব্বই হাজার ও কলাগাছের মূল্য পঞ্চান্ন হাজার টাকা।সরকারি মাল দরিয়ামে ঢাল,এমনটাই দেখাগেলো লেবুখালী ব্রিজের অধীগ্রহন কৃত জমির ক্ষতি পূরনের চিত্র। সরেজমিনে জানাগেছে, এলাকার অধিগ্রহণ কৃতদের মাঝে ক্ষতি পূরনের টাকা বিতরনে পুকুর চুরি বা সাগর চুরি বলা যায়। গাছের স্টিমিট করে জেলা বন বিভাগ সেখানে এ চিত্র পাওয়াগেছে। স্থানীয় মেম্বর ইউনুস ফরাজীর একটি রেইনট্রি গাছের মূল্য ধরা হয়েছে ৬,৯০,৪০৪৳/টাকা, জার বাস্তব দাম হতেপারে ১২/১৫ হাজার টাকা, এছারা কলাগাছকে অন্য গাছ দেখিয়ে প্রতি পিচ কলাগাছের মূল্য পঞ্চান্ন হাজার টাকা। শুধু এখানেই থেমে থাকেনি, এলাকার প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে মোটা অংকের টাকা পাইয়ে দিতে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগসূত্র পাওয়া গেছে।লেবুখালীর দায়ীত্তে থাকা বন বিভাগ কর্মকর্তা মোঃ মাহবুব আলম বলেন দু একটাকা বেশী ধরা হয়েছে মাত্র। বিস্তারিত জানতে চাইলে তিনি বিষয়টি এরিয়ে জান এবং পরে কথা বলবে বলে জানায়।এদিকে ঐ সকল পরিবার টাকা ছারানোর জন্য জেলা প্রশাসক কার্যালয়ে দৌর ঝাপ শুরু করেছেন।এলাকাবাসী বলছেন রুপ পুরের বালিশ আর লেবুখালীর কলাগাছ একই সুতায় গাথা। বিষয়টি এখনি নিয়ন্ত্রণ করা নাহলে সরকারের কোটি কোটি টাকা লুট পাট করবে একটি অসাধু চক্র।বিষয়টি যথাযথ কতৃপক্ষের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবী জানিয়েছেন এবং যাহাতে এইটাকা ভালো করে যাচাই বাছাই করে দেয়া হয় তার ব্যবস্থা করে পূনরায় সঠিক দাম নির্ধারন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে ন্যায় সঙ্ত টাকা পরিষোধ করা হোক,সাথে যে সকল কর্মকর্তা এ চক্তটির সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা নেয়া হোক। নয়ত সরকারের কোটি কোটি টাকা হাতিয়ে নিবে একটি অসাধু চক্র।উলেক্ষ থাকে এ প্রতিবেদন লেখার আগে গত ১৭জুন লেবুখালীর বাসিন্দা মৃত ফজলুল হক ফরাজীর ছেলে তুহিন ফরাজী, মৃত ইউসুব ফরাজীর ছেলে মোঃ শাহজাহান ফরাজী, হাবিব ফরাজীর ছেলে শহিদ ফরাজী, মোসলেম হাওলাদারের ছেলে হানিফ হওলাদার যৌথ স্বাক্ষরে পটুয়াখালী জেলা প্রশাসকের দপ্তরে ওই অভিযোগ দাখিল করেন।লিখিত অভিযোগে তারা বলেন, এলাকার প্রভাবশালী ইউপি সদস্য ইউনুচ ফরাজী ব্যক্তিগত প্রভাব আর নগদ অর্থে মোটা অংকের ঘুষ বিনিময়ে সেতুর এলাকার বাইরের জমি অধিগ্রহণ তালিকায় ঢুকিয়ে সরকারের কাছ থেকে প্রায় কোটি হাতিয়ে নেয়ার পায়তারা করছে। অভিযোগে আরও জানাযায়, ইউনুচ ফরাজী তার স্ত্রী, পুত্র ও কন্যার নামে বাসা বাড়ী, গাছপালা ও ব্যবসা প্রতিষ্ঠান দেখিয়ে একাধিক নামে টাকা উত্তোলনের চেষ্টায় লিপ্ত রয়েছেন। বর্তমানে জেলার দুমকি উপজেলার লেবুখালী মৌজার এস,এ ২০৫, ৮১০ খতিয়ানের ৮৬৭ ও ৮৬৮ নং প্লটের সেমিপাকা দোকান অধিগ্রহন তালিকায় অন্তর্ভুক্তির অপচেষ্টা চালাচ্ছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments