মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
Homeসারাবাংলাজেলার শাসক নয় সেবক হিসেবে দায়িত্ব পালন করবো: রংপুরে নবাগত জেলা প্রশাসক

জেলার শাসক নয় সেবক হিসেবে দায়িত্ব পালন করবো: রংপুরে নবাগত জেলা প্রশাসক

জয়নাল আবেদীন: মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ট সন্তান । সেই শ্রেষ্ট সন্তানের সন্তান হিসেবে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জেলার শাসক নয় সেবক হিসেবে দায়িত্ব পালন করবো। দারিদ্র বিমোচন,কর্মসংস্থান ও সুষম উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন রংপুরে সদ্য যোগদানকারী জেলা প্রশাসক আসিব আহসান। তিনি মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রংপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। তিনি বলেন, কৃষি নির্ভর পিছিয়ে পড়া রংপুরের আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক কার্যক্রম গ্রহন করেছে সরকার। এখানকার খাদ্য উদ্বৃত্ত থাকে। এখানকার খাদ্য শষ্য অন্যান্য জেলায় যায়। নদী ভাঙ্গন রোধ, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, বিসিকের দ্বিতীয় শিপ্ল নগরি,্আইটি পার্ক ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং করিগরি শিক্ষার মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানে জোর দিয়েছে সরকার। আগামি দিনে রংপুর জেলা যাতে আর পিছিয়ে না থাকে সে জন্য বহুমুখি পরিকল্পনা গ্রহন করেছে সরকার। নবাগত এই জেলা প্রশাসক রংপুরের উন্নয়নে সাংবাদিকদের সহযেগিতা কামনা করে বলেন, রংপুরের উন্নয়ন আপনাদের লিখনীর মাধ্যমে আরো গতীশীল হবে। এক প্রশ্নে জবাবে জেলা প্রশাসক বলেন, অবৈধ সকল ইট ভাটা বন্ধের জন্য এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মতমতনিয়ে বন্ধ করে দেওয়া হবে। এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ এনামুল কবির,স্থানীয় সরকারের উপপরিচালক ফরহাদ হোসেন, রংপুর প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু ,সাধারণ সম্পাদক রশিদ বাবু, সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন সহ ১৬জন সাংবাদিক বক্তব্য রাখেন ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments