শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাদেশের ৫০ ভাগ গাড়ি চালকের দৃষ্টি শক্তির সমস্যা রয়েছে

দেশের ৫০ ভাগ গাড়ি চালকের দৃষ্টি শক্তির সমস্যা রয়েছে

জয়নাল আবেদীন: রংপুর স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডাঃ মোস্তাক খালেদ আহমেদ বলেছেন দেশের শতকরা ৫০ ভাগ যানবাহন চালকের দৃষ্টি শক্তির সমস্যা রয়েছে ,দৃষ্টি শক্তি ছাড়াও মাদকসহ অন্যান্য কারণে সড়ক দূর্ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলেছে । মঙ্গলবার দুপুরে রংপুর বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে সার্বজনীন স্বাস্থ্য সুযোগ বিষয়ক কর্মশালায় এ তথ্য জানান।তিনি বলেন একটানা গাড়ি চালানোর ফলে তাদের দৃষ্টি শক্তি লোপ পাচ্ছে। এছাড়া নেশাগ্রস্থ চালকরা দীর্ঘ সময় ধরে গাড়ি চালানোর কারণে সড়ক দূর্ঘটনা মহামারী আকার ধারণ করেছে বলেও জানান তিনি। বিভাগীয় স্বাস্থ্য পারিচালকের কার্যালয়ের ব্যবস্থাপনায় ও গ্লোসি মিডিয়ার সহযোগিতায় এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় তথ্য দপ্তরের উপ-পরিচালক মোঃ হুমায়ুন কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ হাবিবুর রহমান, সহকারী পরিচালক ডাঃ সিরাজুল ইসলাম। কর্মশালায় চিকিৎসকরা বলেন, বেশির ভাগ গাড়ি চালকরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করে না। একটানা ১৬ থেকে ১৯ ঘন্টাও গাড়ি চালান তারা। ঘুম চোখে নিয়ে গাড়ি চালানোর কারণে সড়ক দূর্ঘটনা ঘটনা ঘটে। এছাড়া একটানা গাড়ি চালানার কারণে তারা স্বাস্থ্যগত ভাবে ফিট থাকে না। বক্তারা বলেন, এক সময় সংক্রমন ব্যাধিতে মানুষ মারা যেত, এখন অসংক্রমন ব্যাধিতে মারা যাচ্ছে। অসংক্রমক ব্যাধি ডায়াবেটিস, ক্যান্সার, উচ্চ রক্তচাপ প্রতিরোধে নিয়মতান্ত্রিক জীবনযাত্রা, ব্যায়াম ও সুষ্ঠু খাদ্যভাস গড়ে তোলার আহ্বান জানানো হয়। সেই সাথে খাদ্যে ভেজাল প্রতিরোধে সামাজিক সচেতনতার পাশাপাশি প্রশাসনিক পদক্ষেপ গ্রহণে প্রশাসনের সুদৃষ্টি কামনা করা হয়। কর্মশালায় রংপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments