বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাকবি ও ছড়াকার গোলাম রব্বানী রতন এর "টুংগীপাড়ার ছেলে" গ্রন্থের প্রকাশনা উৎসব

কবি ও ছড়াকার গোলাম রব্বানী রতন এর “টুংগীপাড়ার ছেলে” গ্রন্থের প্রকাশনা উৎসব

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে, “টুঙ্গিপাড়ার ছেলে” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, বিকেলে সাকো কিন্ডারগার্টেন মঞ্চে শিশু নন্দন ঢাকার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে প্রকাশিত বিশিষ্ট ছড়াকার গোলাম রব্বানী রতনের টুঙ্গিপাড়ার ছেলে গ্রন্থের স্কুল সংকরণ বিষয়ক প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তি আব্দুল হামিদ ভোলার সভাপতিত্বে এতে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ ছোট মনির, বিশেষ অতিথি , উপজলো চেয়ারম্যান এডভোকেট আব্দুল হালিম , ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু,মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, , ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহীউদ্দীন প্রমূখ । এসময় বক্তারা বঙ্গবন্ধুর জীবন, ছেলেবেলার স্কুল জীবন সম্পর্কে আলোচনা করেন।

লেখকের টুঙ্গিপাড়ার ছেলে গ্রন্থে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম থেকে মৃত্যু পর্ষন্ত ছেলে বেলার রাজনৈতিক জীবন যা কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন যাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সকল শিশু কিশোরেরা খুব সহজে জানতে ও বুঝতে পারে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments