বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাহাইকোটের আদেশের পর জয়পুরহাটে মেয়াদত্তীর্ণ ঔষধ ধ্বংস করতে মাইকিং

হাইকোটের আদেশের পর জয়পুরহাটে মেয়াদত্তীর্ণ ঔষধ ধ্বংস করতে মাইকিং

এস এম শফিকুল ইসলাম: সারা দেশের ফার্মেসীগুলো থেকে মেয়াদত্তীর্ণ ঔষধ ধ্বংস করতে গত কয়েকদিন আগে মহামান্য হাইকোট এক আদেশ জারি করেছেন। ওই আদেশের প্রেক্ষিতে জয়পুরহাটে ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রচারে এবং বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি জয়পুরহাট জেলা শাখার সহযোগিতায় পুরো জেলা জুরে মাইকিং করা হচ্ছে। জেলার সকল ফার্মেসীগুলোতে যে সকল কোম্পানীর ঔষধ ইতিপূর্বে মেয়াদত্তীর্ণ হয়েছে, সেগুলো বাছাই করে তা ধ্বংসের জন্য ৩০ জুনের মধ্যে স্বস্ব কোম্পানীর প্রতিনিধিদের নিকট জমা দেওয়ার জন্য বলা হয়েছে। মাইকিং এ আরও প্রচার করা হচ্ছে যে, কোন প্রকার মেয়াদত্তীর্ণ ঔষধ দোকানে বা গুদামে রাখা যাবেনা। প্রয়োজনে মেয়াদত্তীর্ণের পূর্বেই এগুলো বাছাই করে কোম্পানীর প্রতিনিধিদের দিতে হবে। প্রতিটি ফার্মেসী প্রতি সপ্তাহে অন্তত একবার সতর্কতার সাথে বাছাই করতে হবে। এলাকায় মাইকিং প্রচার শুনে ফার্মেসী মালিকরাও তাদের ফার্মেসীতে সারাশি অভিযান ইতিমধ্যে শুরু করেছেন। তারাও হাইকোটের আদেশকে মান্য করেই মেয়াদত্তীর্ণ ঔষধগুলো বাছাই করছেন এবং স্বস্ব কোম্পানীর প্রতিনিধিদের ডেকে নিয়ে ধ্বংসের জন্য তুলে দিচ্ছেন। জেলার ক্ষেতলাল উপজেলার ঔষধ সমিতির সহ-সভাপতি রতন মিয়া বলেন, শুধু সদরে নয়, ক্ষেতলালেও মাইকিং করা হচ্ছে। রোববারের মধ্যে এ উপজেলার সকল ফার্মেসী থেকে মেয়াদত্তীর্ণ ঔষধ সড়ানোর জন্য বলা হয়েছে। আমার ফামের্সীতে আর কোন মেয়াত্তীর্ণ ঔষধ পাবেননা। কালাই উপজেলা ঔষধ সমিতির সভাপতি ও মৌসুমী ফার্মেসীর মালিক মোহসেন আলী বলেন, প্রচার শুনে নয়, আমরা হাইকোটের আদেশ জেনে সকল ফার্মেসী মালিকরা মিটিং করে ইতিমধ্যে মেয়াদত্তীর্ণ ঔষধগুলো বাছাই করে কোম্পানির প্রতিনিধিদের নিকট জমা দিয়েছি। শহরের সওদাগর ফার্মেসীর মালিক ও বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি জয়পুরহাট জেলা শাখার সহ-সভাপতি আবু হেনা মোস্তফা কামাল বলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রচারের মাইকিং শুনে গত কয়েকদিন ধরে জেলার সকল ফার্মেসী মালিকরা মেয়াদত্তীর্ণ ঔষধগুলো বাছাইয়ের পর সেগুলো কোম্পানির প্রতিনিধিদের হাতে তুলে দিচ্ছেন। তাছাড়া কোম্পানীর লোকজনরাও নিতে আগ্রহ আছেন। যেখানে ঔষধের পরিবর্তে ঔষধ পাওয়া যায়, সেখানে কেন মেয়াদত্তীর্ণ ঔষধ বিক্রি করতে হবে। প্রশ্নই আসেনা। সরকারের এই উদ্যোগকে আমি ব্যক্তিগত ভাবে স্বাগত জানাই। জয়পুরহাট ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক রাজিব দাস বলেন, হাইকোটের আদেশ অনুযায়ী মেয়াদত্তীর্ণ ঔষধ ধ্বংসের জন্য জেলার সকল উপজেলায় একযোগে মাইকিং করা হয়েছে। আশা করছি আগামী ৩০ জুনের মধ্যে জেলার সকল ফার্মেসীগুলো মেয়াদত্তীর্ণ ঔষধ বাছাই করবে এবং সেগুলো স্বস্ব কোম্পানির প্রতিনিধিদের হাতে পৌছে যাবে। পরবর্তীতে এ জেলার কোন ফার্মেসীতে আর নতুন করে মেয়াদত্তীর্ণ ঔষধ পাওয়া যাবেনা বলে আমার বিশ্বাস।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments