মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলালামায় দেশে তৈরি চোলাই মদসহ ২ নারী আটক

লামায় দেশে তৈরি চোলাই মদসহ ২ নারী আটক

মো. নুরুল করিম আরমান: বান্দরবানের লামা উপজেলা থেকে পাচারকালে দেশে তৈরি চোলাই মদসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। শনিবার বিকালে লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা চেকপোষ্টে কর্মরত পুলিশ সদস্যরা চকরিয়াগামী একটি জীপ গাড়ীতে তল্লাশী চালিয়ে তাদেরকে আটক করে। আটকরা হলো- কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার ভড়ামুহুরী এলাকার বাসিন্দা খোকন দাসের স্ত্রী রত্না দাস (২৬) ও পেটান করের স্ত্রী তৃষ্ণা কর (৪০)। সূত্র জানায়, লামা উপজেলার একটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পাড়া থেকে দেশিয় চোলাই মদ সংগ্রহ করে জীপ গাড়ি যোগে পাশের চকরিয়া উপজেলায় পাচার করছে; এমন সংবাদের ভিত্তিতে ইয়াংছা চেকপোস্টে কর্মরত পুলিশ সদস্যরা শনিবার বিকাল ৩টার দিকে ফাঁসিয়াখালীগামী একটি জীপ গাড়িটিতে তল্লাশী চালায়। এসময় সন্দেহভাজন জীপ গাড়ির যাত্রী রত্না দাস ও তৃষ্ণা করকে আটক করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশী চালিয়ে পলিথিন মোড়ানো ৮ লিটার মদ উদ্ধার করা হয়। মদসহ দুই নারীকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা বলেন, আটকদের বিরুদ্ধে বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments