শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলালক্ষ্মীপুর চর মেঘায় ৯০ পরিবারের মাঝে ১৮০০ গাছের চারা বিতরন

লক্ষ্মীপুর চর মেঘায় ৯০ পরিবারের মাঝে ১৮০০ গাছের চারা বিতরন

মো: রবিউল ইসলাম: বঙ্গোপসাগরে জেড়ে উঠা নতুন চরসহ উপকূলীয় এলাকায় বনায়ন প্রকল্প কর্মসূচির আওতায় ২০১৭-২০১৮ অর্থ বছরের বরাদ্দ থেকে লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী মোহন ইউনিয়নের মেঘনা নদী সংলগ্ন চর মেঘার ৯০ পরিবারের মাঝে মোট ১৮০০ বিভিন্ন গাছের বিতরন করা হয়। আজ সোমবার (১ জুলাই) দুপুরে সদর উপজেলা নার্সারী ও সোস্যাল ফরেষ্ট নার্সারী ট্রেনিং সেন্টারের যৌথ উদ্যোগে এই কর্মসূচি উদ্বোধন পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কোষ্টগার্ড কণ্টিজেন্ট কমান্ডার (মজু চৌধুরী হাট শাখা) জাহিদুল ইসলাম, চর রমণী মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল, বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা (নার্সারী) এএসএম মহি উদ্দিন চৌধুরী, ও সোস্যাল ফরেষ্ট নার্সারী ট্রেনিং সেন্টার (সদর উপজেলা) ভারপ্রাপ্ত কর্মকর্তা ছন্দন ভৌমিক, ইউপি মেম্বার ফিরোজ আলম, শহিদুল ইসলাম প্রমুখ। এ ব্যাপারে বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা (নার্সারী) এএসএম মহি উদ্দিন চৌধুরী বলেন, বঙ্গোপসাগরে জেড়ে উঠা নতুন চরসহ উপকূলীয় এলাকায় বনায়ন প্রকল্পের আওতায় সদর (নার্সারী রেঞ্জ) আওতায় ৬০ পরিবার কে বিভিন্ন ফলজ, বনজসহ বিভিন্ন প্রজাতির প্রত্যেক পরিবার কে ২০ টি করে চারা বিতরন করা হয়। এ ছাড়া সোস্যাল ফরেষ্ট নার্সারী ট্রেনিং সেন্টার (সদর উপজেলা) পৃথক ভাবে ৩০ টি পরিবার কে একই ভাবে ২০ টি করে চারা বিতরন করা হয়। মোট ৯০ পরিবারের মাঝে ১৮০০ গাছের চারা বিতরন করা হয়। এ দিকে লক্ষ্মীপুর সহকারী বন সংরক্ষক কর্মকর্তার কার্যালয়ের একটি সূত্র জানায়, এই বনায়নের মাধ্যমে উপকূলীয় অঞ্চল কে দুর্যোগের অভিঘাত থেকে সুরক্ষা দেয়া সম্ভব বলে মনে করছেন তারা। বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় বনায়নের প্রচুর সুযোগ রয়েছে। যা কার্যকর সবুজ বেষ্টনী তৈরি, জীববৈচিত্র সুরক্ষা, কর্মসংস্থান সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সহায়তা করতে পারে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments