শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলা'অর্থবছর শেষ' বাউফলে প্রাথমিক শিক্ষার প্রায় আড়াই কোটি টাকা খরচ হয়নি

‘অর্থবছর শেষ’ বাউফলে প্রাথমিক শিক্ষার প্রায় আড়াই কোটি টাকা খরচ হয়নি

অতুল পাল: অর্থবছর শেষ হয়ে গেলেও বাউফলে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য বরাদ্দকৃত প্রায় আড়াই কোটি টাকা খরচ করতে পারেনি কর্তৃপক্ষ। তবে ওই টাকা ফেরৎ না দিয়ে কাজ চলমান বলে জানিয়ে বরাদ্দপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক একাউন্টে টাকা জমা রাখা হয়েছে। একাধিক সূত্র দাবি করেছেন, যেনতেন ভাবে কাজ করে বিল ভাউচার দেখিয়ে এখন ওই টাকা লুটপাটের একাট পায়তারা চলছে। সংশ্লিষ্ট সূত্রের আলোকে অনুসন্ধান করে জানা গেছে, ২০১৮-১৯ অর্থ বছরে রাজস্ব তহবিল ও পিইডিপি-৪ প্রকল্প থেকে বাউফলের ২৩৫টি প্রাথমিক বিদ্যালয়ে ২ কোটি ৩৬ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছিল। ৫ টি প্রকল্পের মাধ্যমে বরাদ্দকৃত ওই টাকা দিয়ে প্রাথমিক বিদ্যালয়গুলোর নানবিধ উন্নয়ন কাজ করার কথা ছিল। অনুসন্ধানে জানা গেছে, ২৩৫টি প্রাথমিক বিদ্যালয়ে স্লিপ প্রকল্পের আওতায় ১ কোটি ২৮ লাখ ২৫ হাজার, ৩৫টি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকটিতে ওয়াশ-ব্লক প্রকল্পের জন্য ১০ হাজার করে মোট ৩ লাখ ৫০ হাজার, রুটিন মেরামত প্রকল্পের জন্য ১৭৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকটিতে ৪০ হাজার করে মোট ৬৯ লাখ ৬০ হাজার, ২৩৫টি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য মোট ২৩ লাখ ৫০ হাজার এবং ২৩৫টি প্রাথমিক বিদ্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপণার জন্য ১১ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছিল। কিন্তু কোন প্রকল্পের কাজই ৩০ জুনের মধ্যে সম্পাদিত হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, প্রতি বছরের মতো এবছরও জুন মাসে টাকা উত্তোলন করে শিক্ষা প্রতিষ্ঠানে

অনুকুলে প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের সভাপতির যৌথনামের ব্যাংক একাউন্টে বরাদ্দকৃত টাকা জমা রাখা হয়েছে। ইতিমধ্যেই কোন কোন বিদ্যালয় কাজ না করেই টাকা উত্তোলনের জন্য ভূঁয়া বিল ভাউচার বানিয়ে উপজেলা শিক্ষা অফিসে জমা দিয়েছেন। ওই শিক্ষকরা আরো জানান, প্রতিবছরই প্রতিটি বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষ সাজানো এবং উপকরণ ক্রয়ের জন্য বরাদ্দ দেয়া হয়। কিন্তু প্রধান শিক্ষক প্রতিবছরই উপকরণ ক্রয় করেন না। একবার ক্রয় করে সেগুলো আলমিরায় সংরক্ষণ করে রাখেন। কোন প্রশ্নের সন্মূখীন হলে ওগুলো দেখিয়ে পার পেয়ে যান। আর প্রতি বছর বরাদ্দকৃত টাকা উঠিয়ে ভূঁয়া বিল ভাউচার জমা দেন। প্রাক-প্রাথমিকে উপকরণের অভাবে ঠিকভাবে ক্লাশ নিতে পারছেন না শিক্ষকরা এমনও অভিযোগ রয়েছে। স্লিপ প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দকৃত টাকার নামমাত্র খরচ করে ভূঁয়া বিল ভাউচার দিয়ে বাকি টাকা ভাগবাটোয়ারা করে নেয়ার অভিযোগ দীর্ঘদিনের। এভাবে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে রাজস্ব এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বরাদ্দকৃত টাকার সঠিক ব্যবহার না করে ভাগবাটোয়ারা করে নেয়ার জনশ্রুতি রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে উপজেলা শিক্ষা অফিসের একটি সূত্র জানিয়েছেন, প্রতিবছর জুন মাস এলেই এরকম একটা মারপ্যাঁচের মাধ্যমে টাকা উত্তোলন করে রাখা হয়। যাহা পরে যেনতেন কাজ করিয়ে টাকা উঠিয়ে ভাগবাটোয়ারা করা হয়। এরই মধ্যে কালাইয়া, দাশপাড়া, কালিশুরী, নওমালা, বগা, কেশবপুর, ধুলিয়াসহ অধিকাংশ ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিলভাউচার জমা হয়েছে। কিন্তু বাস্তবে অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই কোন কাজ হয়নি। বিষয়টি নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিয়াজুল হক জানান, বেশিরভাগ বরাদ্দই মে-জুন মাসে আসে। তখন অর্থ বছর প্রায় শেষ হয়ে যায়। পরিকল্পণা করে এই স্বল্প সময়ে সকল কাজ সমাপ্ত করা সম্ভব হয়ে ওঠে না। এজন্য বরাদ্দ পাওয়া প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির যৌথ নামে ব্যাংক একাউন্ট থাকে। তাদের বরাদ্দ তাদের একাউন্টেই জমা হয়ে যায়। কাজ করে সংশ্লিষ্ট দপ্তরে

বিল ভাউচার জমা দিয়ে ওই টাকা উত্তোলন করতে হবে। তিনি বলেন, যেনতেন ভাবে কাজ করার সুযোগ নাই। প্রতিটি কাজেরই তদারকি হয়। কোন অভিযোগ পেলে সেগুলোও কঠোরভাবে খতিয়ে দেখা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments