শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাবাউফলে বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন ও দুস্থদের মাঝে চেক বিতরণ

বাউফলে বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন ও দুস্থদের মাঝে চেক বিতরণ

অতুল পাল: বাউফল উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ণের লক্ষ্যে আজ রোববার দুপুরে এগারোটি গ্রামকে বিদ্যুতায়ণ করা হয়েছে। জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ আ.স.ম. ফিরোজ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিদ্যুতায়ণের উদ্বোধন করেছেন। উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে’র সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাউফল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম একে আজাদ। উদ্বোধনী অনুষ্ঠানে আ.স.ম. ফিরোজ জানান, প্রায় সারে সাত কোটি টাকা ব্যয়ে ১১ টি গ্রামের ১ হাজার ৪০০ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। চলতি বছরের মধ্যেই বাউফল উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ণের আওতায় আনা হবে। এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ১০০ এর মতো অর্থনৈতিক জোন নির্মাণ করে দিয়েছেন। আগামী ৫ বছরের মধ্যে সেগুলোতে উৎপাদন শুরু হবে। তখন আর কাজের জন্য আমাদের বিদেশে যেতে হবে না। আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশেই বিদেশীরা কাজ করতে আসবেন। এখনই বাংলাদেশে ৫ লাখ চায়নার নাগরিক কাজ করছেন। একই স্থানে উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে’র সভাপতিত্বে আয়োজিত অপর এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আ.স.ম. ফিরোজ বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে দিয়েছেন কিন্তু অর্থনৈতিক মুক্তি দেয়ার আগেই তাঁকে স্বপরিবারে হত্যা করা হয়েছে। তাঁরই সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দিচ্ছেন। সকল জনগণকে সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে এনে নানাবিধ সুযোগ সুবিধা দিচ্ছেন। একারণে কোন মানুষই আজ অভূক্ত থাকেন না। এসময় তিনি ঐচ্ছিক তহবিল থেকে ৯৯ জন দুস্থদের মাঝে ৪ লাখ ৯৭ হাজার টাকার চেক প্রদান করেন। অপরদিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৩টি পরিবারের প্রত্যেককে ২ বান্ডেল ঢেউ টিন এবং নগদ চয় হাজার টাকা এবং তিনটি মাদ্রাসার প্রত্যেকটিতে পাঁচ ব্যান্ডেল টিন এবং নগদ পনের হাজার টাকা প্রদান করেন। এসময় অন্যাদের মাধ্যে সহকারি কমিশনার(ভূমি) নুসরাত জাহান বন্যা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিশু, বাউফল থানার ওসি (তদন্ত) মাকসুদ মুরাদ সহ উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ ও উপকারভোগিরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments