শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাকলাপাড়ায় এই সড়কটি কার সওজ না পৌরসভার

কলাপাড়ায় এই সড়কটি কার সওজ না পৌরসভার

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের ফেরী ঘাট চৌরাস্তা থেকে বাস ষ্ট্যান্ড পর্যন্ত জনগুরুত্বপূর্ন সড়কের মাত্র কয়েকশ’ মিটার অংশে, শেখ কামাল সেতুর নীচে ও হাসপাতালের সম্মূখে খানা খঁন্দকের কারনে সড়কটিতে বাড়ছে নাগরিক দূর্ভোগ প্রতিদিন ছোটখাট দুর্ঘটনা ঘটছে। পৌরসভা বলছে এ সড়কটি সড়ক ও জনপথ বিভাগের, আর সওজ বলছে শেখ কামাল সেতু নির্মানের পর ফেরী চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এটি এখন পরিত্যক্ত। তবে গুরুত্বপূর্ন সড়কটিতে কতিপয় প্রভাবশালীদের মালিকানাধীন অর্ধশত ইটভাটার ইটবহনকারী থ্রি হুইলার, ব্যবসায়ীদের পন্য বোঝাই ট্রাক, পিকআপ সহ ভারী যানবাহন প্রতিনিয়ত চলাচল করায় ভোগান্তি পিছু ছাড়ছেনা পৌরবাসীর। আর এতে প্রতিনিয়ত দূর্ভোগে পড়ছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসুস্থ্য নারী-শিশু, আদালতে আসা বিচার প্রার্থী মানুষ সহ ঢাকার বাস ষ্ট্যান্ডে গমনকারী দুরপাল্লার যাত্রীরা। আর সওজ বলছে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখছি কি করা যায়। কিন্তু এটি সংস্কারে উদ্দোগ না থাকায় দূর্ভোগ লাঘব হচ্ছেনা নাগরিকদের। পৌরসভার একাধিক নাগরিক জানান, হাসপাতালের সামনের ওই পথটুকু পার হতে হয় এখন যুদ্ধ করে। প্রতিদিনই দুই একটি যানবাহন উল্টে গিয়ে দূর্ঘটনা ঘটছে ওখানে। থ্রি-হুইলার সহ ভারী যান চলাচলে শহরের অধিকাংশ সড়কের এখন এমন বেহাল দশা। এছাড়া সড়ক উন্নয়ন কাজে ব্যাপক অনিয়মের ফলে সড়ক গুলোতে ব্যবহৃত নি¤œমানের উপকরন সামগ্রী সহজেই ভেঙ্গে আসল চিত্র বেড়িয়ে পড়েছে জন সম্মূখে। পৌর শহরের সাধারন নাগরিকরা হাসপাতাল সড়কে প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হলেও মুখ খুলছেন না তারা। কেননা প্রভাবশালীদের অর্ধশত ইটভাটার ভারী যান চলাচলে সড়কের বুকে এ খানা-খঁন্দক। তবে এনিয়ে মুখ খুলতে শুরু করেছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসুস্থ্য রোগীর স্বজন সহ আদালত সংশ্লিষ্টরা। কলাপাড়া জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো: আনিচুর রহমান জানান, প্রতিদিন এ পথে আদালতে যেতে আসতে সমস্যা হচ্ছে আদালতের বিচার প্রার্থী মানুষ সহ কর্মকর্তা-কর্মচারীদের। এটি জরুরী ভিত্তিতে সমাধান হওয়া উচিৎ। উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা: চিন্ময় হাওলাদার জানান, রোগীদের নিরাপদে হাসপাতালে আসা যাওয়ার এই সড়কটি সবচেয়ে ভাল থাকা দরকার। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরী ভিত্তিতে সড়কটি মেরামত করে চলাচল উপযোগী করার জন্য অনুরোধ করছি। এ বিষয়ে কলাপাড়া পৌরসভার সহকারী প্রকৌশলী মো: মিজানুজ্জামান জানান, ওই সড়কটি সওজ’র। তাই এর সংস্কারে কোন পদক্ষেপ নেই পৌরসভার। সওজ কর্তৃপক্ষ যদি এটি পৌরসভাকে হস্তান্তর করে তবে পৌরসভা ওই সড়কের উন্নয়নে সবরকম ব্যবস্থা নেবে। সওজ’র নির্বাহী প্রকৌশলী শাহ মো: শামস্ধসঢ়; মোকাদ্দের জানান, ওই সড়কটি ফেরী ঘাটের সাথে সংযোগ ছিল। ফেরী চলাচল বন্ধ হয়ে শেখ কামাল সেতুর উপর দিয়ে সড়ক যোগাযোগ শুরু হওয়ার পর থেকে এটি পরিত্যক্ত অবস্থায় আছে। তাই দীর্ঘদিনেও সড়কের ওই অংশে কোন কাজ না হওয়ায় এটি এখন নালায় পরিনত হয়েছে। সড়কটি সংস্কারের বিষয়ে কোন পরিকল্পনা আছে কিনা? -জানতে চাইলে তিনি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments