শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাভূঞাপুরে ৬ হাজার বর্ন্যাত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ভূঞাপুরে ৬ হাজার বর্ন্যাত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভুঞাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ হাজার পরিবারের মাঝে ১০কেজি করে চাল খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয় । উপজেলার নিকরাইল ইউনিয়নের ১ হাজার, গোবিন্দাসী ৯শ, গাবসার ১হাজার ৭শ, অর্জুনা ১ হাজার ২শ, ফলদা ইউনিয়নে ৭শ ও ভূঞাপুর পৌরসভার ৫শ পরিবারের বন্যার্তদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। গতকাল বুধবার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা নামক স্থানে ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ তানভীর হাসান ছোট মনির, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, আলিফনুর মিনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, মোস্তাফিজুর রহমান বাবলু, মনিরুজামান মনির, আইয়ুব আলী মোল্লা, সাইদুল ইসলাম তালুকদার দুদু প্রমুখ। এ ছাড়া সামাজিক সেবামুলক প্রতিষ্ঠান ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুরের পক্ষ থেকে উপজেলা অর্জুনা ও গাবাসার ইউনিয়নের ১৫০জন পরিবারকে ত্রাণ হিসেবে বন্যার্তদের মাঝে চিড়া, চিনি, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট, ঔষধ ও সাবান বিতরণ করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments