বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাবিরামপুরে অপারেশন করলেন নার্স, ওটিতেই গৃহবধূর মৃত্যু

বিরামপুরে অপারেশন করলেন নার্স, ওটিতেই গৃহবধূর মৃত্যু

অমর চাঁদ গুপ্ত অপু: দিনাজপুরের বিরামপুর উপজেলা সদরের অনুমোদনহীন আনাসা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্মরত এক নার্স ডাক্তার সেজে অপারেশন করতে গিয়ে রেশমা খাতুন বিজলী (৩৬) নামের এক গৃহবধূর মৃত্যু ঘটেছে। নিহত রেশমা খাতুন বিজলী বিরামপুর শহরের বিছকিনি গ্রামের আবু তালেবের স্ত্রী। এ ঘটনায় নিহত রেশমা খাতুনের চাচা রমজান আলী বাদী হয়ে চারজনের বিরুদ্ধে বিরামপুর থানায় মামলা করায় ডাক্তার সেজে অপারেশনকারি নার্স ফারজানা ইয়াসমিন জলিকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে আনাসা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দিয়েছেন উপজেলা প্রশাসন। ঘটনাটি ঘটেছে, গত বুধবার (২৪ জুলাই) রাতে বিরামপুর পৌর শহরের আনাসা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে। মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, রেশমা খাতুন বিজলী জরায়ু সমস্যায় ভুগছিলেন। গত বুধবার রাতে রেশমার স্বামী তাকে ওই হাসপাতালে ভর্তি করেন। পরে নার্সের চিকিৎসায় অপারেশন থিয়েটারে রেশমার মৃত্যু হয়। মামলার বাদী নিহত রেশমা খাতুন বিজলীর চাচা রমজান আলী বলেন, বিরামপুর শহরের আনাসা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের নার্স ও ম্যানেজার ফারজানা ইয়াসমিন জলি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে কোনো পরীক্ষা ছাড়াই রেশমার জরায়ু অপারেশন করেন। ওই সময় অপারেশন থিয়েটারে কি হয়েছিল তা আমরা জানি না। রাত ৯টার দিকে নার্স ফারজানা ইয়াসমিন জলি জানান, অতিরিক্ত রক্ত ক্ষরণে রেশমা খাতুনের মৃত্যু হয়েছে। রমজান আলী আরও বলেন, এরপর খোঁজ নিয়ে আমরা জানতে পারি ফারজানা ইয়াসমিন জলি চিকিৎসক নন, তিনি হাসপাতালের নার্স এবং ম্যানেজার। বিষয়টি নিয়ে হাসপাতালের স্টাফদের সঙ্গে আমাদের বাগবিতন্ডা হলে স্থানীয়রা এগিয়ে আসেন। সেই সঙ্গে হাসপাতাল ঘেরাও করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। রোগীর মৃত্যুর ঘটনায় ওই দিন রাতেই চিকিৎসক সেজে অপারেশন করা ফারজানা ইয়াসমিন জলিসহ চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে মামলা করি আমি। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরামপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, রোগীর মৃত্যুর ঘটনায় করা মামলার প্রধান আসামি ফারজানা ইয়াসমিন জলিকে গ্রেফতার করে কোর্টে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তৌহিদুর রহমান বলেন, হাসপাতালে রোগীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কাগজপত্র দেখাতে না পারায় ওই হাসপাতালটি সিলগালা করে দেয়া হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments