মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাসলঙ্গায় ইভটিজিং এর দায়ে যুবকের ১৫ দিনের কারাদন্ড

সলঙ্গায় ইভটিজিং এর দায়ে যুবকের ১৫ দিনের কারাদন্ড

সাহেদ আলী: সলঙ্গায় ১০ম শ্রেণীর এক ছাত্রীকে ইভটিজিং করায় পুলিশ যুবককে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে সৌপর্দ করলে বিজ্ঞ বিচারক ১৫ দিনের কারাদন্ড প্রদান করে তাকে জেল হাজতে প্রেরণ করেন। সলঙ্গা থানার এস আই আসলাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার দিবাগত রাতে তার নিজ বাড়ি বনবাড়ীয়া প্যাচরপাড়া থেকে আটক করে ভ্রাম্যমান আদালতে পাঠালে বিচারক উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জান নিজ কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৫ দিনের সাজা প্রদান করেন। অভিযোগ সুত্রে জানা গেছে, বনবাড়িয়া প্যাচর পাড়ার আজিজুল হক ওরফে জেলহক এর মেয়ে সলঙ্গা থানা সদর গার্লস স্কুলে যাওয়া- আসার পথে প্রায়ই ইভটিজিং করত একই গ্রামের রইচ উদ্দিনের যুবক পুত্র আশরাফুল ইসলাম হিমেল(১৮)। এ অবস্থায় যুবকের পিতা ও তার আপন জনদের কাছে বিচার চেয়ে কোন সমাধান না পেয়ে থানার শরনাপন্ন হন। এদিকে দন্ডপ্রাপ্ত যুবকের পিতা রইচ উদ্দিন সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন,আমার ছেলে ইভটিজার নয়, আমার ছেলে চক্রান্তের শিকার। স্কুল ছাত্রী আর আমার ছেলে আপন চাচাতো ভাই-বোন। আমার ছেলে উত্তাক্ত্য কারী এ ধরনের কোন ঘটনায় আমার কাছে বা এলাকার গন্যমান্য ব্যক্তি অথবা স্কুল কর্তৃপক্ষ কারো কাছে বিচার চায়নি।পারিবারীক দ্বন্দ্ব কলহের জের ধরে একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় আমার ভাই জেলহক এ ঘটনাটি ঘটিয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments