বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাসাতক্ষীরায় এক ঘেরে সাত খুন!

সাতক্ষীরায় এক ঘেরে সাত খুন!

কাগজ প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পারসেমারি লক্ষ্মীখালী ঘের নিয়ে খুনের পর খুনের ঘটনা ঘটছে। এই ঘের নিয়ে এ পর্যন্ত সাত খুনের ঘটনা ঘটেছে।

সর্বশেষ পারসেমারি লক্ষ্মীখালী ঘের নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আমিরুল সরদার নামে একজন খুন হয়েছেন।

শ্যামনগর থানার ওসি আনিসুর রহমান জানান, আমিরুল সরদার (৪০) গত বছর একই ঘের নিয়ে নিহত সাত্তার জোয়ার্দার হত্যা মামলায় জেল খেটে সম্প্রতি জামিনে বাড়ি ফিরেছেন। বুধবার রাত ৯টার দিকে পারসেমারি বাজার থেকে বাড়ি ফেরার সময় তাকে পেছন দিক থেকে বাঁশের মোটা লাঠি দিয়ে মাথায় কয়েকবার আঘাত করলে মারা যান তিনি।

অনুসন্ধানে জানা গেছে, সাতক্ষীরার পারসেমারি চিংড়ি ঘের দখল নিয়ে মজিদ লিটন ও আসাদুল্লাহ গালিব বাহিনীর মধ্যে সংঘর্ষে ২০১২ সালে খুন হন ঘের কর্মচারী মো. আকিজউদ্দিন। এরপর ২০১৩ সালের ২ অক্টোবর খুন হন ঘের মালিক আসাদুল্লাহ আল গালিব।

২০১৪-এর ৯ অক্টোবর গালিবের ছেলে নূরন্নবী জোয়ার্দার ও মজিদের কর্মচারী আরিজুল ইসলাম খুন হন। এরপর ২০১৫ সালের ৮ অক্টোবর খুন হন শফিকুল ইসলাম। ২০১৮ সালের ১২ অক্টোবর খুন হন ঘের মালিক আবদুস সাত্তার সরদার। এর বুধবার রাতে খুন হন আমিরুল সরদার।

বারবার সংঘর্ষ ও হত্যার সঙ্গে পারসেমারি ঘের দখলে হাতবদল হয়ে আসছে। বর্তমানে ঘেরটির দখলে রয়েছেন দুই ভাই রবিউল জোয়ার্দার ও কোহিনূর জোয়ার্দার।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments