বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে বিরোধকৃত জমির বসতঘরে অগ্নিকান্ড: এসআই আহত, আটক ৪

রায়পুরে বিরোধকৃত জমির বসতঘরে অগ্নিকান্ড: এসআই আহত, আটক ৪

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৯নং ওয়ার্ড লেংড়াবাজার এলাকায় শনিবার রাতে বিরোধকৃত ও ১৪৪ ধারা জারিকৃত জমির বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে গিয়ে ধরা পড়ায় ঘটনায় জড়িতরা তদন্তে আসা রায়পুর থানার এসআই মানিক বড়ুয়াকে পিটিয়ে আহত করে। এঘটনায় রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত সাবেক কাউন্সিলর গোলাম হায়দারের ছেলে শান্তসহ ৪ যুবককে আটক করেছে পুলিশ। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। জনরোশ ঠেকাতে থানার প্রধান ফটক বন্ধ করে দেয়া হয়েছে। স্থানীয় লোকজন জানান, রায়পুর পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম হায়দার ও তার বোন হাসিনা বেগমের মধ্যে দীর্ঘ ১৫ বছর ধরে কোটি টাকা মুল্যের ৩০ শতাংশ জমি নিয়ে আদালতে ও থানায় মামলা চলছে। ওই জমির একটি অংশে হাসিনা বেগম আদালতে ১৪৪ ধারা জারি করেন। সেই জমিতে অবস্থিত পরিত্যাক্ত একটি ঘরে শনিবার রাত ৮ টার সময় গোলাম হায়দারের ছেলে শান্তসহ কয়েকজন যুবক আগুন লাগিয়ে হাসিনা বেগমকে ফাঁসানোর চেষ্টা চালায়। এসময় শান্ত, মামুন ও ফরহাদসহ ৪ জনকে আটক করে পুলিশে খবর দেয় এলাকাবাসী। সংবাদ শুনে রায়পুর থানার এসআই মানিক বড়ুয়া সঙ্গিয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে তাদেরকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে শান্তসহ ৪ জনকে আটক করে। এঘটনায় গোলাম হায়দার ও তার বোন হাসিনা বেগম পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন। আহত এসআই মানিক বড়য়া বলেন, এখন ব্যস্ত আছি। পরে কথা বলবো। এঘটনায় ৪ জন আটক হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। তবে স্থানীয় আওয়ামী লীগ নেতারা আসামীদের ছাড়িয়ে নিতে নানা তদবির করছে বলে কয়েকটি সূত্র নিশ্চিত করেছে। রায়পুর থানার ওসি মোহাম্মদ তোতা মিয়া বলেন, ঘটনাটি পর্যবেক্ষন করা হচ্ছে। পরে কথা বলবো।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments