শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাপাবনার ঈশ্বরদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শ্বাশুড়ি আটক

পাবনার ঈশ্বরদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শ্বাশুড়ি আটক

কামাল সিদ্দিকী: পাবনার ঈশ্বরদীতে শায়লা আক্তার সুইটি (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শায়লা দাশুড়িয়া হাটপাড়া এলাকার শাহারিয়ার ইসলাম আবির হোসেনের স্ত্রী। মঙ্গলবার গভীর রাতে শায়লার রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। এঘটনায় শায়লার স্বামী ও শ্বশুর-শ্বাশুড়ির বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ স্বামী আবির হোসেন ও শাশুড়ি রিফা খাতুনকে আটক করেছে। তবে শ্বশুর পলাতক রয়েছে বলে থানা সুত্র জানায়। শায়লার বাবা সবুজ মিয়া থানায় লিখিত অভিযোগে দাবি করেছেন তার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন দির্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। অভিযোগে তিনি বলেন, ২০১৯ সালের ১১ জানুয়ারি শায়লা ও আবিরের বিয়ে হয়। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে শায়লা গত ১৯ জুলাই আবিরের দাশুড়িয়ার বাড়িতে যায়। বিয়ের সময় মেয়েকে ৭ ভরি স্বর্ণালংকার দেয়া হয়। বিয়ের পর হতেই শায়লাকে আবির ও তার পরিবারের লোকজন নির্যাতন করতো। মোবাইল ফোনে বিষয়টি শায়লা তার বাবাকে জানিয়েছে। গত ৩ সেপ্টেম্বর রাতে একটি মোবাইল ফোন তেকে শায়লার বাবাকে জানানো হয় আপনাদের মেয়ে মারা গেছে। তার লাশ পাবনা হাসপাতালে। আপনারা এসে তাকে নিয়ে যান। পরবর্তীতে ওই বাড়ীতে গিয়ে এলাকাবাসীর কাছে শুনতে পান শায়লাকে বাথরুমে ওড়না পেঁচানো অবস্থায় এলাকার লোকজন দেখতে পেয়েছে এবং গতকাল মঙ্গলবার অচেতন অবস্থায় সায়লাকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) অরবিন্দু সরকার জানান, এ ঘটনায় ঈশ্বরদী থানায় শায়লার বাবা সবুজ মিয়া মামলা দায়ের করেছেন। আবির ও রিফা খাতুনকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শায়লাকে হত্যা নাকি আতœহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments