বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় অনুমতি ছাড়াই অনিয়ম করে গাছ কেটেছে মাদরাসা কর্তৃপক্ষ

উল্লাপাড়ায় অনুমতি ছাড়াই অনিয়ম করে গাছ কেটেছে মাদরাসা কর্তৃপক্ষ

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যথাযথ নিয়ম না মেনে কয়ড়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা কর্তৃপক্ষ উন্নয়নের নাম করে বড় ধরনের প্রায় ২০ টি গাছ কেটে ফেলেছে। কাটা গাছ গুলোর বেশিভাগের এখন হদিস নেই। গত চারদিন আগে থেকে মাদরাসাটির চত্বর থেকে গাছ গুলো কাটা শুরু হয়। এর জন্য স্থানীয় সরকারী প্রশাসনের কোন বিভাগ থেকে অনুমতি নেওয়া কিংবা কোন কিছুই জানানো হয়নি বলে জানা যায়। মাদরাসা কর্তৃপক্ষ স্থানীয় বন বিভাগের দোহাই দিলেও বন কর্মকর্তা কিছুই জানেন না বলে জানান। আজ বৃহস্পতিবার দুপুর পর সরেজমিনে মাদরাসাটিতে গিয়ে দেখা গেছে সেখানে দশ থেকে বারোটি কাটা গাছের গুল ও ডালপালা পড়ে আছে। এ ছাড়া প্রায় বিশটি কাটা গাছের মোথা রয়েছে। এ বিষয়ে মাদরাসাটির ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মজির হোসেন জানান, সেখানে একটি ঘর নির্মাণ করা হবে। এর জন্য গাছগুলো কাটা হয়েছে। ঘর নির্মাণে কাটা গাছের কাঠ ব্যবহার এবং বাকি গাছ বিক্রী করে ঘরের টিনসহ অন্যান্য সামগ্রী কেনা হবে। তিনি আরো জানান, এর জন্য মাদরাসাটির ম্যানেজিং কমিটির রেজুলেশন রয়েছে। এছাড়া বন বিভাগের অনুমতি রয়েছে। মাদরাসাটির প্রিন্সিপালের বক্তব্য জানতে বিভিন্ন ভাবে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। উপজেলা বন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, মাদরাসাটির কর্তৃপক্ষ গাছ কাটা বিষয়ে তার বিভাগকে কোন কিছুই জানায়নি। নিয়ম মোতাবেক মাদরাসাটির উন্নয়নের স্বার্থে গাছ কাটার দরকার হলে বন বিভাগকে প্রথমে জানাতে হবে। এর পর বন বিভাগ থেকে মুল্য নির্ধারণ করে দেওয়া হবে। সব শেষ যথাযথভাবে দরপত্রের মাধ্যমে গাছ কাটা ও বিক্রী করতে হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন বিষয়টি তা জানা নেই। মাদরাসাটির কর্তৃপক্ষ সরকারী উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়া এবং বন বিভাগকে না জানিয়ে এভাবে গাছ কাটতে পারে না। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামান জানান, বিষয়টি তার জানা নেই। তিনি অবশ্যই জরুরী ভিত্তিতে গাছ কাটার বিষয়টি খতিয়ে দেখবেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments