বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাপাবনায় সুমি হত্যা’র সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন

পাবনায় সুমি হত্যা’র সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন

কামাল সিদ্দিকী: পাবনায় সানরাইজ ক্লিনিকে কর্মব্যরত নার্স সুমী হত্যা’র প্রতিবাদে ও সুষ্ঠু তদন্তের দাবীতে মানবমন্ধন অনুষ্টিত হয়েছে । আজ শনিবার পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে থেকে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে পাবনা প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাসিং ইনষ্টিটিউটের ছাত্র-ছাত্রীরা তাদের বক্তব্যে বলেন সুষ্ট তদন্তের মাধ্যামে সুমী হত্যা’র তীব্র নিন্দা ও মূল হোতাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান। সুমির বাবা সৈকত আলীর বলেন আমার মেয়েকে ক্লিনিক থেকে হত্যা করা হয়েছে, আমি এই নির্মম হত্যার বিচার চাই। নিহত সুমির স্বামী জাহিদ হাসান বলেন আমার স্ত্রী সুমি পাবনা সানরাইজ ক্লিনিক এন্ড হসপিটালে তিন মাস যাবৎ সেবিকা হিসেবে কর্মরত ছিলেন। তাকে ওরা মেরে ফেলছে। সুমী হত্যার প্রতিবাদে মাবনবন্ধনে অংশ নেন পাবনা সরকারি নার্সিং ইনষ্টিটিউট, পাবনা আইডিয়াল নার্সিং ইনষ্টিটিউট, ব্রাইটনেশন নার্সিং ইনষ্টিটিউট, মিতু নার্সিং ইনষ্টিটিউট, কমিউনিটি নার্সিং ইনষ্টিটিউট, স্মার্ট নার্সিং ইনষ্টিটিউট’র সকল শিক্ষার্থীবৃন্দ । উল্লেখ্য ঃ গত বুধবার পাবনা শহরের শালগাড়িয়া মহল্লার সানরাইজ ক্লিনিক এন্ড হসপিটালে সুমী খাতুন(২২) নামের এক নার্সের রহস্যজনক মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের দুই জনকে আটক করেছে পুলিশ। নিহত সুমি খাতুন আটঘরিয়া উপজেলা ও আতাইকুলা থানার লক্ষীপুর গ্রামের সৈকত আলীর মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে সানরাইজ ক্লিনিক এন্ড হসপিটালের সেবিকা কর্মরত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments