শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাসোনারগাঁয়ে র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' শীর্ষ সন্ত্রাসী গিট্টু হৃদয় নিহত

সোনারগাঁয়ে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী গিট্টু হৃদয় নিহত

গিয়াস কামাল: সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি এলাকায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও পলাতক আসামি হৃদয় ওরফে গিট্টু হৃদয় (৩০) র‌্যাবের ক্রসফায়ারে নিহত হয়েছে। বুধবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। এসময় র‌্যাব তিনজনকে আটক করে। র‌্যাবের বন্দুক যুদ্ধে নিহত হৃদয় ওরফে গিট্টু হৃদয়ের বিরুদ্ধে হত্যা সহ ১৬টি মামলা রয়েছে। এঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার, একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেট, একটি চাপাতি ও চারটি বগিদা উদ্ধার করে। র‌্যাব ১১-এর অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন জানান, সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি এলাকায় বুধবার ভোরে একদল দুষ্কৃতকারী সংঘবদ্ধ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ব্যাব-১১ এর একটি টিম সেখানে পৌঁছায়। এসময় গিট্টু বাহিনী মহাসড়কের পাশে থাকা ঝোঁপঝাড় থেকে অতর্কিত আগ্নেয়াস্ত্র নিয়ে র‌্যাবের উপর হামলা চালায়। র‌্যাবও পাল্টা হামলা চালালে তারা পালিয়ে যায়। এতে সংঘবদ্ধ দলের এক সদস্য ও র‌্যাবের দুই সদস্য আহত হন। পরে ঘটনাস্থল থেকে সংঘবদ্ধ দলের এক সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম হৃদয় ওরফে গিট্টু হৃদয়। সে পুলিশের একজন তালিকা ভূক্ত মাদক ব্যবসায়ী। সে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিববুর এলাকার মৃত সবুজ মিয়ার ছেলে। পরে ওই এলাকা থেকে ডলার, সেলিম, ও গাড়ি চালক সহ তিনজনকে আটক করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments