শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাব্যস্ত সময় পার করছেন উল্লাপাড়ার প্রতিমা শিল্পীরা

ব্যস্ত সময় পার করছেন উল্লাপাড়ার প্রতিমা শিল্পীরা

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শারদীয় দুর্গাপুজা এগিয়ে আসার সাথে ব্যাস্ততা বাড়ছে প্রতিমা তৈরির কারিগরদের। একটি করে দিন পার হচ্ছে। তাদের ব্যাস্ততা আরো বেশি বাড়ছে। গোটা উপজেলায় এবারে ৮৭টি মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। উল্লাপাড়া ঘোষগাতী পালপাড়ায় বংশ পরম্পরায় নিথিল চন্দ্র পাল দুর্গাপুজার প্রতিমা তৈরির কাজ করে থাকেন। এবারেও করছেন। আজ বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে সেখানে গিয়ে প্রতিমা তৈরির কাজ করতে দেখা গেছে। নিথিল চন্দ্র পাল জানান, এবারে তিনি ২৭টি পুজা মন্ডপের প্রতিমা তৈরির কাজ করছেন। এখন পুরো দিন পেরিয়ে রাত গভীর অবধি প্রতিমা তৈরির কাজে ব্যাস্ত থাকছেন। তার সাথে পরিবারের পুরুষ ও নারীরাও কাজ করছেন। আর ক’দিন বাদে দিন রাত চব্বিশ ঘন্টাই কাজে ব্যাস্ত থাকতে হবে বলে জানান। সেখানে দেখা গেছে পরিবারের কলেজ পড়–য়া পিয়াংকা পাল প্রতিমা তৈরিতে কাজ করছে। এ ছাড়া ঝিকিড়ায় শ্যাম চন্দ্র পাল আটটি পুজা মন্ডপের প্রতিমা তৈরির কাজ করছেন। উল্লাপাড়া পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী গৌতম দত্ত জানান, উল্লাপাড়া উপজেলায় এবারে মোট ৮৭টি মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌরসভা এলাকায় এবারে ২টি বেড়ে মোট ২৮টি মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামান জানান, উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার পুজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নিয়ে একটি সভা হয়েছে। ধর্ম যার যার, উৎসব সবার এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোটা উপজেলায় সুষ্ঠ, শান্তিপুর্ণ ও উৎসব মুখর ভাবে দুর্গাপুজা সম্পন্ন করা হবে। দুর্গাপুজা ঘিরে কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না হয় এর জন্য প্রশাসনের সার্বক্ষনিক নজরদারী থাকবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments