বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় ১০ টাকা কেজি দরের ২শ ১০ বস্তা চাউল জব্দ, ডিলার পলাতক

উল্লাপাড়ায় ১০ টাকা কেজি দরের ২শ ১০ বস্তা চাউল জব্দ, ডিলার পলাতক

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শনিবার “খাদ্য বান্ধব কর্মসূচী” আওতার ১০ টাকা কেজি দরের ২শ ১০ বস্তা চাউল গোপনে পাচারকালে আটকের পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে। এ চাউলের ডিলার বাবলু রায় পলাতক রয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহবুব হাসান এ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত সুত্রে, আজ শনিবার বেলা এগারোটার দিকে উল্লাপাড়ার পূর্বদেলুয়া বাজারের বাবলু রায়ের নিজস্ব গুদাম থেকে দু’টি ট্রলিতে ১০ টাকা কেজি দরের মোট ২শ ১০ বস্তা চাউল অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিলো। প্রতি বস্তায় চাউলের পরিমাণ ৩০ কেজি। এ চাউলের ডিলার বাবলু রায় বড়হর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বর)। বড়হর সড়কের ভুতগাছা এলাকায় সাধারণ জনগন ট্রলিসহ এ চাউল আটক করে স্থানীয় উপজেলা প্রশাসনকে জানান। এরপর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মাহবুব হাসান বড়হর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে স্বাক্ষ্য প্রমান শেষে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ ২শ ১০ বস্তা চাউল জব্দ করেন। এরপর জব্দকৃত চাউল উপজেলা খাদ্য বিভাগের জিম্মায় স্থানীয় সরকারী খাদ্যগুদামে রাখা হয়। এ ছাড়া ভ্রাম্যমান আদালত পুর্বদেলুয়া বাজারে ডিলার বাবলু রায়ের গুদাম পরিদর্শণ করে ১০ টাকা কেজি দরের ২শ বস্তা চাউল কম পেয়েছে। এ ভ্রাম্যমান আদালতের বিচারক ইউএনও (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহবুব হাসান জানান, জব্দকৃত চাউল নিলামে বিক্রী এবং ডিলার বাবলু রায়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আগামী সোমবার খাদ্য বিভাগের একজনের উপস্থিতিতে ডিলার বাবলু রায়ের গুদাম থেকে পাওয়া ১শ ৫০ বস্তা চাউল সুবিধা ভোগী কার্ডধারীদের মাঝে ১০ টাকা কেজি দরে বিক্রী করা হবে। আর ২শ বস্তা চাউল কম থাকার বিষয়ে খাদ্য বিভাগ থেকে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments