মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাকলাপাড়ায় কৃষক হত্যা: ৩৪ জনের নামে মামলা, গ্রেফতার ৮

কলাপাড়ায় কৃষক হত্যা: ৩৪ জনের নামে মামলা, গ্রেফতার ৮

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে কৃষক আব্বাস হাওলাদারকে (৫৫) কুপিয়ে হত্যার ঘটনায় নীলগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি শামিম খলিফাকে (৪০) প্রধান আসামী করে ৩৪ জনের নামে কলাপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে শুক্রবার রাতে এ মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আসামী রাখা হয়েছে ১৫। পুলিশ এ ঘটনায় আট জনকে গ্রেফতার করেছে। মামলার তদন্ত কর্মকর্তা কলাপাড়া থানার এস আই আবুল হোসেন জানান, গ্রেফতারকৃত মামলার এজাহারভূক্ত অনোয়ার হোসেন খলিফা, আনু মল্লিক, লাইজু আক্তার, সিয়াম, আল আমিন মল্লিক, রাজু এবং সন্দেহভাজন গ্রেফতার রুবেল ও বেল্লালকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত চারটার দিকে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সলিমপুর গ্রামে রশিদ খলিফার বাড়িতে যুবলীগ নেতা শামিম খলিফার নেতৃত্বে সশস্ত্র হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় আব্বাস হাওলাদারসহ আটজনকে কুপিয়ে জখম করা হয়। শুক্রবার ভোরে তাদের আমতলী হাসপাতালে ভর্তি করলে আব্বাস হাওলাদার মারা যায়। অপর আহত সাতজন বর্তমানে আমতলী ও বরিশাল মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments