শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাবাউফলে পূর্ব শত্রুতার জের ধরে শিক্ষককে হয়রানি

বাউফলে পূর্ব শত্রুতার জের ধরে শিক্ষককে হয়রানি

অতুল পাল: পটুয়াখালীর বাউফলে পূর্ব শত্রুতার জের ধরে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। ওই প্রধান শিক্ষকের নাম আমির আলী। সে উপজেলার ২০১ নং চাবুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জানা গেছে, প্রধান শিক্ষক আমির আলী ১৯৯১ সাল হইতে বাউফল উপজেলার ২০১ নং চাবুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সুনামের সাথে পরিচালনা করে আসছে। ২০১৩ সালের ২৯ মার্চ পূর্ব বিরোধের জের ধরে একই এলাকার বাচ্চু দালাল গং প্রধান শিক্ষকের চাচাতো ভাই ইব্রাহিম মোল্লাকে দিবালোকে পিটিয়ে হত্যা করে। হত্যার ঘটনায় বাচ্চু দালালকে প্রধান আসামি করে বাউফল থানায় একটি মামলা করা হয়েছিল। মামলা নম্বর জি.আর.১০০/১৩। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। ওই মামলায় প্রধান শিক্ষক আমির আলী একজন স্বাক্ষী হওয়ায় আসামি বাচ্চু দালালের স্ত্রী রিনা বেগম বাদি হয়ে ২০১৩ সালের ১০ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে একটি ধর্ষণ মামলা দায়ের করেছিল। মামলা নং- ১৪৪/১৩। মামলাটি বাউফল থানার পুলিশ, ডিবি পুলিশ এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক তদন্তে মিথ্যা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত মামলাটি ২০১৪ সালের ৮ জুলাই খারিজ করে দেন। এই থেকেই রীনা বেগমের সাথে প্রধান শিক্ষক আমির আলীর দ্বন্দ চলে আসছে। সম্প্রতি ১৫ অক্টোবর বিদ্যালয়ে রিনা বেগমের ৪র্থ শ্রেণিতে পড়–য়া ছেলে শিফাত একই শ্রেণির ছাত্রী চাঁদনী বেগম নামের এক শিক্ষার্থীকে মাথার চুল ধরে দেয়ালের সাথে আঘাত করে রক্তাক্ত করে। চাঁদনী প্রধান শিক্ষককের কাছে বিচার দিলে প্রধান শিক্ষক শিফাতকে ডেকে বকাঝকা করে উভয়কে মিলমিস করে দেন এবং ভবিষ্যতে এ ধরণের ঘটনা না করার জন্য শাসিয়ে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে রিনা বেগম তার ছেলেকে প্রধান শিক্ষক মারধর করেছে বলে উপজেলা শিক্ষা অফিসারের কাছে অভিযোগ করেন। বাউফল উপজেলা শিক্ষা অফিসার মোঃ রিয়াজুল হক জানান, ওই অভিভাবক মুঠোফোনে অভিযোগ করায় উপজেলা সহকারি শিক্ষা অফিসার মাইনুল ইসলামকে ঘটনাটি তদন্ত করার নির্দেশ দেয়া হয়েছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান জানান, রিনা বেগম ঘটনাটি আমাকে জানাননি। প্রধান শিক্ষক আমির আলী জানান, রিনা বেগমের স্বামী আমার চাচাতো ভাই ইব্রাহিম মোল্লা হত্যা ঘটনার প্রধান আসামি। আমি স্বাক্ষী দেয়ায় আমাকে হেয় প্রতিপন্ন এবং হয়রানি করতেই এধরণের অভিযোগ দিচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments