শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাপাঁচবিবিতে পাঁঠার দুধ নিতে উৎসুক জনতার ভীড়

পাঁচবিবিতে পাঁঠার দুধ নিতে উৎসুক জনতার ভীড়

প্রদীপ অধিকারী: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোলান রশিদপুর গ্রামে এক ছাগল প্রজনন খামারে দুধ দানকারী একটি পাঁঠাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। ব্যাতিক্রমী এ ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পরলে দূর-দূরান্তের দর্শকদের উপচে পরা ভীড় দেখা গেছে ওই গ্রামে। জানা গেছে, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোলান রশিদপুর গ্রামের ছাগল প্রজনন খামারী বাবু লাল সরকারের খামারে আছে বিভিন্ন প্রজাতীর প্রায় ৯টি পাঁঠা। বাণিজ্যিকভাবে ছাগল-বকরী প্রজননের উদ্দেশ্যে তিনি দীর্ঘ দিন ধরে পাঁঠাগুলো পালন করে আসছেন। বছর খানেক আগে ওই খামারের একটি পাঁঠার তলপেটে ছাগীর মত দুধের বাঁট লক্ষ‌্য করেন । স্থানীয় পশু চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে পশু চিকিৎসক জানান, পাঁঠাটির ওই বাঁটগুলো দিয়ে যে দুধ নিঃসরণ করা হচ্ছে এর স্বাদ ও গুণগত মান গরু বা ছাগীর দুধের মতই। এরপর থেকে চিকিৎসকের পরামর্শে নিয়মিত দুধ দোহানোর পর তা নিজেও খান আবার পাড়া- পড়শিদেরও দেন । বাবু লাল জানান, সেই থেকে প্রতিদিন আধা লিটার থেকে এক লিটার দুধ দেয় প্রজনন ক্ষমতা সম্পন্ন এই পাঁঠা। ঘটনাটি ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামগুলো ছাড়াও দূর-দূরান্তের উৎসুক জনতা ভীড় করতে থাকেন বাবু লালের পাঁঠার খামারে। জেলাসহ দেশের কোথাও এমন বিরল ঘটনা ঘটেনি বলে জানান আগত দর্শনার্থীরা। এ ছাড়া এই দুধের স্বাদ গরুর বা ছাগীর দুধের মতই বলেও জানান পাঁঠার দুধ পানকারী এলাকাবাসী। রশিদপুর গ্রামের মল্লিকা জানান, পাঁঠার দুধ খেয়ে অনেকের শ্বাস-কষ্ট ও হাঁপানী রোগ ভালো হচ্ছে পাশের গ্রামের লোকদের মাধ্যমে এমন খবর জানতে পেরে আমর জামাইয়ের জন্য দুধ ক্রয় করতে এসেছি। পাঁচবিবি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল হাকিম জানান, এটা খুবই সায়েন্টিফিক একটা ব্যাপার। এর জন্য দায়ী অক্সি-ডক্সিন নামক একটি হরমোন। এই হরমোনের সিক্রেশন যখন খুব বেশি হয়ে যায় তখন পুরুষ ছাগলও দুধ দেওয়া শুরু করে। বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষন করা হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments