শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাউখিয়ায় ৪০ কোটি টাকার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

উখিয়ায় ৪০ কোটি টাকার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

কায়সার হামিদ মানিক: কক্সবাজারে উখিয়ার ইনানী সমুদ্রসৈকত এলাকা থেকে ৮ লাখ পিস ইয়াবাসহ জামাল হোসেন (৩২) নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)১৫। যার বাজার মূল্য প্রায় ৪০ কোটি টাকা। রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বঙ্গোপসাগরের উখিয়া উপকূল থেকে তাকে আটক করা হয়।
সোমবার (২৮ অক্টোবর) সকালে তাকে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে ওই রোহিঙ্গাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃত জামাল হোসেন টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. হোছেনের ছেলে।
নবগঠিত কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ-পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী মিয়ানমার হতে ট্রলারযোগে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশে কক্সবাজার জেলার উখিয়াশ হোটেল রয়েল টিউলিপ হোটেলের প্রায় ১ কিলোমিটার দক্ষিণে মেরিন ড্রাইভ রোডের পাটুয়ার টেক ব্রিজের পশ্চিমে সমুদ্র উপকূলের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে ২৭ অক্টোবর রোববার রাত প্রায় সাড়ে ১১টার দিকে র‌্যাবের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিক মো. হোছেনের ছেলে জামাল হোসেন (৩২) কে আটক করা হয়। সে টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। পলাতক আসামি রোহিঙ্গা নূর হাফেজসহ অজ্ঞাতনামা ৫/৬ জন পালিয়ে যেতে সক্ষম হয়। আসামিকে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে গতকাল সোমবার সকালে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments